Jun 02, 2024
Headlines

BJP Leaders Join TMC : মুখ পুড়ল সুকান্ত মজুমদারের, দিনে বিজেপি যোগ, রাতে তৃণমূলে 'ঘর ওয়াপসি'

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

দিনের বেলা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাতেই ফের ঘর ওয়াপসি। আবার তৃণমূলে ফিরে গেলেন ওই তিন তৃণমূল কর্মী সমর্থক। এই ঘটনা ঘিরে রবিবার দিনভর এমন নাটকীয় দৃশ্যের স্বাক্ষী থাকল বালুরঘাটবাসী। তৃণমূলের যোগদান করেই বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন যোগদানকারীরা।


ভুল বুঝিয়ে এবং জোর করে তাঁদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। যদিও জেলার বিজেপি নেতৃত্ব, ওই অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোট ছয় জন বাম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত। নরেন্দ্র মোদী ও বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাজ ভালো লাগে তাই যোগদানকারীরা বিজেপিতে যোগদান করলেন বলে জানিয়েছিলেন। আগামী দিনে বিজেপির হয়ে কাজ করারও অঙ্গীকারবদ্ধ হন তাঁরা। তবে রাত হতেই বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ের এসে ঘটনার প্রতিবাদ জানিয়ে দলত্যাগী তিনজন আবার তৃণমূলে যোগদান করলেন। তখন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব।


তৃণমূলের যোগদানকারী নারায়ণ রবি দাস বলেছেন, “আমরা আত্রেয়ী নদীর ঘাটে গিয়েছিলাম। কাজ সেরে ফেরার পথে আমাদের পথ আটকে বিজেপি কার্যালয় নিয়ে যাওয়া হয়। এবং জোর করে বিজেপিতে যোগদান করানো হয়। আমরা বাড়ি ফেরার পর বিষয়টি বুঝতে পেরে তৃণমূলে যোগদান করি।” এ বিষয়ে বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ বলেন, “বিজেপির নক্কার জনক ঘটনা ঘটিয়েছে। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা তৃণমূল কর্মীদের ভুল বুঝিয়ে এবং তাঁদেরকে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তাঁরা আজ আবার আমাদের হাত ধরল। এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়েই তাঁরা কাজ করবেন।”

এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেছেন, “যাঁরা যোগদান করেছিল তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তাই হয়তো তাঁরা ভয়ে তৃণমূলে ফিরে গিয়েছেন। তবে তাঁদের মনের ভিতর বিজেপি রয়েছে। সেটাকে তৃণমূল বের করতে পারবে না।”

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now