May 19, 2024
Technology News

Air Conditioner : কত স্কোয়ারফুটের ঘরে কত টনের এসি লাগাতে হবে? জেনে নিন বিস্তারিত

post-img

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

গরম থেকে মুক্তি পেতে ঘরে এসি লাগিয়েছেন? কিন্তু স্বাভাবিক তাপমাত্রা রাখা সত্ত্বেও ঘর ঠান্ডা হচ্ছে না? অথবা এসি কিনতে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন যে কোন এসি ভালো কার্যকরী? কত স্টারের এসি কিনলে ঘর শীঘ্র আলাস্কার মতো হয়ে যাবেম আজকের এই প্রতিবেদনে সেই দ্বন্দেরই সমাধান জানানো হয়েছে। তাই যারা এসি কেনার চিন্তাভাবনা করছেন জেনে নিন কত স্কোয়ারফুটের ঘরে কত টনের এসি (Air Conditioner) লাগালে ঘর ঠান্ডা হবে। বিলও আসবে কম।

চলতি বছরে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। গরমে যেমন বাইরে বেরোনো যাচ্ছে না তেমন এসি ছাড়া ঘরেও থাকা যাচ্ছে না। ফলে সর্ব জায়গায় এখন এসির চাহিদা বৃদ্ধি পেয়েছে। ইএমআই-এর সুবিধা থাকায় এখন অনেকেই এসি কিনছেন। কিন্তু কিনতে গিয়েই পড়ছেন দ্বন্দ্বে। কোন এসি (Air Conditioner) কিনবেন তারা ভেবে উঠতে পারছেন না। কারণ এসি শুধু ব্র্যান্ড দেখে কিনলেই চলেনা। এসির ওজনের দিকটা খেয়াল রাখা উচিত।


অর্থাৎ বাজেট বা ব্র্যান্ড দেখে এসি কিনলে চলবে না। ঘরের আয়তনের উপর নির্ভর করে এসি কিনতে হবে। অর্থাৎ সমস্ত ধরনের আয়তনের ঘরে একই ওজনের এসি কার্যকরী হয় না। ফলেই ঘরের স্কোয়ার ফিটের ওজন অনুযায়ী এসি কিনতে হবে। এক্ষেত্রে কারোর ঘরের আয়তন যদি ১২/১৩ স্কোয়ার ফুট হয় তাহলে সেই ঘরের জন্য ১ টন জনের এসি কিনতে হবে। তিনজনের থাকার জন্য এই ঘরে এই এসি প্রযোজ্য।

অপরদিকে কোনো ঘরের স্কোয়ার ফিট যদি ১৫০ বেশি হয় অর্থাৎ ৪-৫ জন থাকে সেই ঘরের জন্য এসি লাগবে ১.৫ টন ওজনের। মূলত এই ওজনের এসির চাহিদাই বেশি। তবে কোনো ঘর যদি আয়তনে আরো বড় হয় তাহলে সেক্ষেত্রে ২ টনের এসি প্রয়োজন। যেটা মূলত ডাইনিং রুমগুলিতে প্রযোজ্য। তবে ১.৫ টন ওজনের এসি টাই বেশি ব্যবহার হয়।

তবে ঘরের আয়তন অনুযায়ী এসি কিনলেই চলবে না। এর পাশাপাশি এসির বিদ্যুৎ খরচের দিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে স্টার অনুযায়ী এসি (Air Conditioner) কিনতে হয়। তিন ধরনের স্টার থাকে। ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টার। বাজেট কমের জন্য অনেকেই ৩ স্টার এসি কেনেন। যাতে বিদ্যুৎ খরচ অনেকটাই হয়। তাই বিদ্যুৎ খরচ কম করতে গেলে একটু বেশি দাম দিয়ে ৫ স্টার এসি কেনাই ভালো। এতে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now