May 19, 2024
Headlines

Drug Smuggler BSF Officer : মাদক পাচারে অভিযুক্ত বিএসএফ আধিকারিককে গ্রেফতার করলো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ

কখনও সোনা পাচার, কখনও মাদক পাচার, সম্প্রতি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় লাগাতার চলেছে বিএসএফের অভিযান। জালে পড়েছে অনেক পাচারকারী। এবার মাদক পাচারের অভিযোগে জালে খোদ বিএসএফ আধিকারিক। গ্রেফতার করল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ।

হরিশচন্দ্র শুক্লা নামে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের ওই অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী সীমান্তে কর্মরত ছিলেন। এদিনই তাঁকে রিমান্ডে নিতে বসিরহাট আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, আগেই ওই বিএসএফ অফিসারের ছেলে ও শ্যালককে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজাও উদ্ধার হয়। তারপর থেকে চলছিল টানা জেরা। তাতেই সামনে আসে মাস্টারমাইন্ডের নাম।

জানা যায়, গোটা কাজই তলেছে হরিশচন্দ্রের নির্দেশে। এই হরিশচন্দ্রই স্বরূপনগরের ভারত-বাংলাদেশের বিথারী সীমান্তে কর্মরত ছিলেন। এমনকী সীমান্তে বিএসএফ জওয়ানদের ডিউটি সংক্রান্ত একাধিক বিষয় দেখতেন তিনি। মোট কথা সীমান্ত পরিচালনের দায়িত্ব ছিল তার কাঁধে।

এদিকে যে বিএসএফের কাঁধে পাচারকারীদের ধরার কাজ ন্যস্ত থাকে, সেই বিএসএফের পদস্থ অফিসারের নাম জড়িয়ে যাওয়ায় তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলের অন্দরেও। খবর চাউর হতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে সীমান্ত এলাকাতে। এখন হরিশচন্দ্রকে জেরা করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ নতুন কী তথ্য পায়, নতুন কোনও চক্রের খোঁজ পায় কিনা সেটাই দেখার।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now