May 19, 2024
Headlines

SC keeps 26000 Jobs : সুপ্রিম কোর্টে বহাল ২৬০০০ চাকরি, মুখ পুড়ল শুভেন্দুর, SSC মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন। 


মুখ পুড়ল শুভেন্দুর। সুপ্রিম কোর্টে বহাল ২৬০০০ চাকরি। SSC মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। #wbssc #westbengal 


হাইকোর্টের নির্দেশ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ২৬ হাজার শিক্ষকের চাকরি এখনই বাতিল করা যাবে না। আগামী ১৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। যোগ্য এবং অযোগযদের বিভাজন যদি এসএসসি করতে পারে তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। আজ শুনানির পর সংক্ষিপ্ত রায়ে এমনই জানাল সুপ্রিম কোর্ট।


তবে অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার অর্থ হল আগামী ১৬ জুলাই পর্যন্ত ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশ। অর্থাৎ আগামী ১৬ জুলাই পর্যন্ত তাঁরা স্কুলে যেতে পারবেন। এবং বেতনও পাবেন তাঁরা। এবং যে বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট এই মামলায় দিয়েছিল তাতেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য আজকের শুনানিতে এসএসসি জানিয়েছে যে ৮৩২৬ জনের নিয়োগ বেআইনি। তাদের হয়ে আদালতে সওয়াল করবে না SSC। তবে বেতন ফেরতের বিরোধিতা করেছিলেন তাঁরা।


এসএসি মামলায় আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা অত্যন্ত তাৎপর্য পূর্ণ। আজ আদালতে এসএসসির দেওয়া তথ্যের পরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রধান বিচারপতি সওয়াল করেন যদি ৮,৩২৪ জনের নিয়োগ অবৈধ হয় তাহলে পুরো প্যানেল বাতিল কেন। তাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে এসএসসি যাঁদের নিয়োগ বৈধ বলে দাবি করেছে সেটা পুরোটাই অবৈধ।


তার পরে সুপ্রিম কোর্টকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান SSC যদি হলফনামা দিয়ে জানাতে পারে যোগ্য কারা আর অযোগ্য কারা তাহলে সেটা মানা য়ায়। তার পরেই সুপ্রিম কোর্টে এসএসসি জানায় যে ওএমআর শিটের তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট পেশ করা হবে বলে আদালতে জানিয়েছে। তারপরেই আদালত জানায় যে ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ বলে জানিয়েছে SSC নিয়োগ সংক্রান্ত মামলায়।


তারপরেই সংক্ষিপ্ত রায়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তি স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বেতন ফেরতের নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিকে আবার সুপার নিউমেরিক পোস্টে দুর্নীতি সিবিআই তদন্তে স্থগিতাদেশ না দিলেও মন্ত্রিসভার কারোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আগামী ১৬ জুলাই পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।


শীর্ষ আদালতের এই রায়ে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন যোগ্য চাকরিহারারা। কারণ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সওয়াল জবাবের সনয় বলেছে যোগ্য অযোগ্যর পার্থক্য এসএসসি দিতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। অন্যদিকে এসএসিও আদালতে জানিয়েছে এভাবে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলে পঠন পাঠনে প্রভাব পড়বে। যোগ্যরাও চাকরি হারা হলে পরে আশ প্রধান শিক্ষক পাওয়া যাবে না। তাতে সম্মতি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now