Jul 14, 2024
Entertainment

Monalisa Bold Photoshoot : লেটেস্ট ফটোশুটে কিলার লুকে ধরা দিলেন বাংলা হট বৌদি Bong Beauty মোনালিসা

post-img

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

অভিনেত্রী মোনালিসাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভোজপুরি ফিল্মের জগতে, অভিনেত্রী মোনালিসা এক বিরাট ব্যক্তিত্ব।

মূলত তিনি তার সাহসী স্টাইল এবং হট ফিগারের জন্য সর্বদা আলোচিত হন সংবাদমাধ্যমে।

তার সিনেমা এবং রোমান্টিক গানের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ঘাম ঝরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া প্রেমীদের।আমরা আপনাদের বলি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে অভিনেত্রী মোনালিসাকে সবচেয়ে সাহসী অভিনেত্রী বিবেচনা করা হয়। শর্ট ড্রেস হোক কিংবা হট স্টাইল, সর্বত্রই তাকে সাহসিকতার সাথে বিচরণ করতে দেখা গেছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মোনালিসার আধিপত্য


ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মোনালিসা এমন একজন অভিনেত্রী, যিনি তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে সাহসের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে দ্বিধাবোধ করেন না। সেক্সি ফিগার এবং হট নাচের মাধ্যমে বারবার তিনি জায়গা করে নিয়েছেন সংবাদ শিরোনামে।


শুধু তাই নয়, ফটোশুটের ক্ষেত্রেও ভিন্নতা দেখিয়েছেন এই সেক্সি অভিনেত্রী। বিগত কয়েক বছরে খোলামেলা স্টাইলে ফটোশুট করে সংবাদ শিরোনামে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ( Bhojpuri Film Industry Hot Actress Monalisa ) সেক্সি অভিনেত্রী মোনালিসার কয়েকটি হট ফটো প্রকাশ্যে এসেছে। যেখানে অভিনেত্রীকে অত্যন্ত খোলামেলা ভাবে ফটোশুট করতে দেখা গেছে।


ভাইরাল ফটোতে দেখা যাচ্ছে, শর্ট ড্রেজে নিজের শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রকাশ করে ফটোশুট করছেন অভিনেত্রী।


এমনকি হট স্টাইলে শুয়ে ফটো শুট করতে দেখা গেছে মোনালিসাকে। যা বর্তমানে রাতের ঘুম উড়িয়েছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের।


ডিজিটাল প্লাটফর্মে অভিনেত্রী মোনালিসার সাহসিকতা দেখে তার ভক্তরা মন্তব্য করার সময় 'গর্জিয়াস', 'কিলার লুক', 'চমৎকার'-এর মত বিশেষণ গুলো ব্যবহার করেছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now