Jul 27, 2024
Political

Bharat Nyay Yatra : ২৫ জানুয়ারি রাজ্যে ঢুকছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, কোন রুটে এগোবেন রাহুল? জেনে নিন বিস্তারিত

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। কবে তা রাজ্যে প্রবেশ করবে, কোন কোন জেলার ওপর দিয়ে যাবে, সেই সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে অধীর বলেন, 'আপনারা জানেন মণিপুর থেকে রাহুল গান্ধীজি শুরু করেছেন তাঁর দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা, যার নামকরণ করা হয়েছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরু, যার সমাপ্তি মহারাষ্ট্র মুম্বইতে। আগামী ২৫ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।'

Karate Training

অধীর আরও বলেন, 'বাংলার কংগ্রেস কর্মীদের ও সেই সঙ্গে বাংলার আপামর মানুষকে রাহুল গান্ধীজির নেতৃত্বে এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাকে সমর্থন সহযোগিতা ও তাতে অংশগ্রণ করার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।'


প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কংগ্রেস, তৃণমূল - সহ একগুচ্ছ দলকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। একাধিক বৈঠকও হয়েছে তাদের মধ্যে। তবে রাজ্যে অবশ্য তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি লেগেই রয়েছে। একদিকে যেমন তৃণমূলের সঙ্গে কোনওরকম আপোস করতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ঠিক তেমনই তৃণমূলও কার্যত একলা চলার মানসিতা নিয়েই প্রস্ততি শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now