Jul 27, 2024
Political

India alliance breaks : বাংলায় ভেঙে গেল ইন্ডিয়া জোট, একাই লড়াইয়ের ঘোষণা মমতার

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন।


বাংলায় ভেঙে গেল ইন্ডিয়া জোট। একলা লড়াইয়ের ঘোষণা মমতার। 

বর্ধমানের সভায় যাওয়ার আগে, হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব।'


এর আগেও তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক কৌশল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে ৩০০ আসনে একা লড়ার কথা বলেছিলেন। সেই কথাই মনে করিয়ে দিয়ে এদিনও মমতা বলেন, '৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না। 'বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব,' হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জোটটা কারও একার নয়। ৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে। সেখানে হস্তক্ষেপ করলে বুঝে নেব।"

West Bengal CM Mamata Banerjee says "I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of the INDIA alliance. Rahul Gandhi's Nyay Yatra is passing through our state but we have not been informed about it..."

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now