Jul 27, 2024
Headlines

Sandeshkhali BJP CPM Arrest : সন্দেশখালিতে সিপিএম বিজেপির ষড়যন্ত্র ফাঁস, ED-কে মারধোরের ঘটনায় গ্রেফতার প্রাক্তন CPIM MLA ও শুভেন্দু ঘনিষ্ঠ BJP নেতা

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন।


শেখ শাহজাহানকে সামনে রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তকারী ইডি-র ওপরে হামলা চালানোর ঘটনা ছিল আলোতে শিল্পী পরিকল্পিত ষড়যন্ত্র। এমন প্রমাণ পাবার পরে গ্রেপ্তার হলো সিপিএমের প্রাক্তন বিধায়ক এবং বিজেপির রাজ্য স্তরের নেতা।



শনিবার রাতে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং-কে গ্রেফতার করে পুলিশ।


বর্তমানে বিকাশ সিং বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনারের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার সামনেই বাড়ি বিকাশ সিং-এর বাড়ি। শনিবার সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে প্রথমে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাতের দিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, সন্দেশখালিতে হিংসার ছড়ানোর পিছনে হাত রয়েছে এই বিকাশের। মূলত, গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, বসিরহাটে বিজেপির বিভিন্ন আন্দোলনে বরাবরই সামনের সারিতে দেখা গিয়েছে বিকাশকে। কলকাতার বিজেপির নেতৃত্বের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। ফলে তাঁকে গ্রেফতারের পরই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানউতর।


অন্যদিকে, রবিবার সকালে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়। তাঁকে কলকাতা পুলিশ এলাকা থেকে বসিরহাট থানার একটি বিশেষ দল সন্দেশখালিতে নিয়ে আসছে বলে জানা গিয়েছে। 


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now