Jul 27, 2024
Headlines

Dev TMC Candidate : ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব, আরামবাগের মঞ্চ থেকে দেবের আবদার রাখলেন দিদি মমতা

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

যাবতীয় জল্পনা কল্পনার অবসান। তৃতীয়বারের জন্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেব।

আজ যাবতীয় মান অভিমান মিটিয়ে হুগলির আরামবাগে সরকারি পরিষেবার মঞ্চে দাঁড়িয়ে দেবের আবদার রাখলেন দিদি মমতা।

রাজনীতির অন্দরে কানাঘুঁষো শোনাই যাচ্ছিল। এদিন আরামবাগের সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই উপস্থিত থাকবেন ঘাটালের সাংসদ দেব। হলও তাই। মঞ্চে দাঁড়িয়ে দেব বললেন, ''আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদি-র হাত ধরে। আমার দেখা সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঘাটাল মানুষ এর জন্য ফিরে এলাম।''

ঘাটালের সাংসদের কথায়, ''ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমি ফিরলাম। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি ১০ বছর লড়েছি। দিদিকে বলব ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয়। আমি এটাই বলব দিদি আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। আমি মানুষের ভালর জন্য সবসময় প্রস্তুত।''

এদিন মঞ্চে দাঁড়িয়ে দেবের প্রশংসা করেন মুখ্যমন্ত্রীও। বলেন, ''ঘাটাল মাস্টার প্ল্যান এর কথা আমাকে দেব বলেছে। আমি কথা বলেছি চিফ সেক্রেটারির সঙ্গে। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছি। কেন্দ্র সরকার আমাদের টাকা দিচ্ছে না। ঘাটাল মাস্টার প্ল্যানে আরও ১২৫০ কোটি টাকা লাগবে, কেন্দ্রের উপর ভরসা না করে আমি নির্দেশ দিচ্ছি পরিকল্পনা তৈরি করে ৩ থেকে ৪ বছর এর মধ্য যাতে তৈরি করা যায়। দিদি-র কাছে ভাই চাইবে দিদি দেবে না এটা তো হতে পারে না।''

এরপরেই মমতা বলেন, ''দেব চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান।'' ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই করছে। দেবকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now