Jul 27, 2024
Technology News

LTIMindtree New Office Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, কলকাতায় নিজেদের তৃতীয় দফতর খুলল তথ্যপ্রযুক্তি সংস্থা এলটিআই মাইন্ডট্রি, হবে নতুন কর্মসংস্থান

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ অথবা কর্ণাটকের বেঙ্গালুরু নয় ভারতবর্ষের তথ্যপ্রযুক্তি মানচিত্রে শীর্ষস্থানে উঠে আসছে বাংলা তথা কলকাতা।

ইতিমধ্যেই ইনফোসিস, উইপ্রোর মতো দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের দফতরের পাশাপাশি নতুন ক্যাম্পাস তৈরীর কাজ শুরু করেছে জোরকদমে।

ইনফোসিসের নতুন ক্যাম্পাস তো ইতিমধ্যেই উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে।

US Firm Tredence in Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, কলকাতায় নিজেদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর খুললো মার্কিন ডাটা সায়েন্স সংস্থা ট্রেডেন্স #tredence #usa #usajobs #usnewsKOLKATA

এমনকি রাজারহাট নিউটাউনের নির্মীয়মান বেঙ্গল সিলিকন ভ্যালি হবে নিজেদের ঝাঁ চকচকে নতুন ক্যাম্পাস তৈরির কাজ শুরু করেছে লার্সেন এন্ড টুব্রো ইনফোটেক ও তথ্যপ্রযুক্তি সংস্থা মাইন্ডট্রি-র যৌথ উদ্যোগে তৈরি হওয়া ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অন্যতম সেরা সংস্থা এলটিআই মাইন্ডট্রি। 

LTIMindtree Kolkata Campus : শুধুমাত্র ঘোষণা নয় নিউটাউনে চালু হতে চলেছে এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস, প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ২৫০০০ তথ্যপ্রযুক্তি কর্মীর #ltimindtree #lti #mindtree #kolkataloyment-opportunities-for-25000-people

তবে সেই ক্যাম্পাস তৈরীর আগেই কলকাতায় নিজেদের তৃতীয় অফিস উদ্বোধন করল এলটিআই মাইন্ডট্রি। 

2000 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, বাংলায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ এর সিদ্ধান্ত সুইডিশ সংস্থা IKEA -র, হবে ৪০০০ নতুন কর্মসংস্থান #kolkatasaradinrores-in-West-Bengal

নিউ টাউনের ডিএলএফ আইটি পার্ক দুই বিল্ডিংয়ে নিজেদের তৃতীয় দপ্তর খুলেছে এলটিআই মাইন্ডট্রি। 


জানা গিয়েছে ৬০০ জনের বেশি তথ্যপ্রযুক্তি কর্মী একসঙ্গে বসে কাজ করতে পারবেন কলকাতায় এলটিআই মাইন্ডট্রি-র নতুন দপ্তরে।


বাংলায় নিজেদের দফতরকে আগাগোড়া বাঙালি আনায় সাজিয়ে উদ্বোধন করেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও ইতিমধ্যেই যথেষ্ট সাফল্য পাওয়া এই তথ্যপ্রযুক্তি সংস্থা।


যেখানে অফিস ডেকোরেশনে প্রাধান্য পেয়েছে বাঙালির প্রিয় সত্যজিৎ রায় এবং তাঁর সৃষ্টি ফেলুদা চরিত্র।


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now