ব্রেকিং
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Dev-Roopa : রং ভুলে BJP নেত্রী রূপার হাত ধরলেন দেব! মোমবাতি জ্বেলে আর জি করের নির্যাতিতার বিচারে সরব TMC সাংসদ

Dev-Roopa : রং ভুলে BJP নেত্রী রূপার হাত ধরলেন দেব! মোমবাতি জ্বেলে আর জি করের নির্যাতিতার বিচারে সরব TMC সাংসদ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দেখা মিলল দেবের! কথামতোই শনিবার সন্ধ্যায় আর জি করের নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে আর্টিস্ট ফোরামের তরফে ডাকা গণ অবস্থানে যোগ দিলেন তৃণমূলের সাংসদ। আর জি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় গার্লফ্রেন্ডকে নিয়ে....

Dev-Roopa : রং ভুলে BJP নেত্রী রূপার হাত ধরলেন দেব! মোমবাতি জ্বেলে আর জি করের নির্যাতিতার বিচারে সরব TMC সাংসদ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দেখা মিলল দেবের! কথামতোই শনিবার সন্ধ্যায় আর জি করের নির্যাতিতা তরুণীর বিচারের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দেখা মিলল দেবের! কথামতোই শনিবার সন্ধ্যায় আর জি করের নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে আর্টিস্ট ফোরামের তরফে ডাকা গণ অবস্থানে যোগ দিলেন তৃণমূলের সাংসদ।

আর জি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় গার্লফ্রেন্ডকে নিয়ে সৌদি আরবে ছুটি কাটাচ্ছিলেন দেব, তা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি।

গত বুধবার দেব দেশে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। হাসপাতালে অসুস্থ বাবাকে রেখেই এদিন অভয়ার মৃত্যুর বিচার চাইতে সরব হলেন দেব। মোমবাতি জ্বালিয়ে বিচারে দাবিতে সুর চড়ালেন তিনি।

শনিবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের সদস্যরা গণ অবস্থানে শরিক হয়েছেন টলিগঞ্জের কিশোরকুমারের মূর্তি সংলগ্ন এলাকায়। সেই প্রতিবাদে রাজনীতির রং মিলেমিশে একাকার!বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে বসে থাকতে দেখা গেল দেবকে। দুজনকে বেশ খানিকক্ষণ ধরে গভীর আলোচনা করতে দেখা যায়। বৃষ্টিভেজা সন্ধ্যাতেও এদিন একজোট টলিউড। অভিভাবক বুম্বাদা শহরের বাইরে, ফোরামের কার্যকরী সভাপতি জিৎ কাজের সূত্রে কলকাতায় না থাকায় আসতে পারেননি।

তবে মঞ্চে পাওয়া গেল সমুন্ত মুখোপাধ্যায়, অলকানন্দা রায়ের মতো বর্ষীয়ান শিল্পীদের। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচী, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরা।এদিন রূপার হাতে হাত ধরে বিচারের দাবি করেন দেব। তাতেও থামেনি কটাক্ষ। অনেকের চোখেই ‘গোটাটাই নাটক’। আসলে ন্যক্কারজনক এই ঘটনা নিয়ে বিদেশে থাকাকালীন সোশ্যাল মিডিয়াতেও সেভাবে মুখ খোলেননি দেব, তাতেই অনুরাগীরা রুষ্ট তাঁর উপর। শাসক দলের প্রতিনিধি বলেই কি চুপ? উঠেছে প্রশ্ন!ওদিকে আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফেরাতে এবং অচলাবস্থা কাটাতে আজ, শনিবার আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। যদিও কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। কিন্তু বৈঠকের পরেও মিলল না সমাধান সূত্র, কর্মবিরতি অব্যাহত থাকছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর