সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
উলুবেড়িয়া শহরের যানজট দূর করতে শহরের মধ্যে চলাচল করা অটো ও টোটোকে দুটি ভিন্ন রঙ করা ছাড়াও জোড় বিজোড় পদ্ধতিতে অটো টোটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে উলুবেড়িয়া পুরসভা।
পুজোর সময় যানজট রুখতে পুজোর আগেই জোড় বিজোড় পদ্ধতিতে অটো টোটো চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর শহরের মধ্যে চলাচল করা সমস্ত অটো ও টোটোকে নীল ও হলুদ রং করা হবে এবং জোড় বিজোড় পদ্ধতিতে এইসব অটো ও টোটো চলাচল করবে।
ইতিমধ্যে উলুবেড়িয়া চেঙ্গাইল ও বাউড়িয়ায় চলাচল করা সমস্ত অটো টোটোর তালিকা নাম ফোন নং পুরসভায় জমা দিতে বলা হয়েছে। পুরসভা সূত্রে খবর ১৮ বছরের নীচে , মদ্যপ অবস্থায় . চালকের ডানদিকে যাত্রী নিয়ে অটো টোটো চালানোর অনুমতি দেওয়া হবেনা। চালকের ড্রাইভিং লাইসেন্স যেরকম থাকতে হবে সেইরকম পুরসভার দেওয়া লাইসেন্স নম্বর অটো টোটোয় লিখতে হবে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান যাত্রী সুরক্ষাকে প্রাধান্য দিয়ে অটো ও টোটো চলাচলের একাধিক নিয়ম আনা হচ্ছে।
২৭ আগষ্ট এই নিয়ে আরোও একটি বৈঠক হবে। তবে পুজোর আগেই শহরে জোড় বিজোড় পদ্ধতিতে অটো টোটো চলাচল করবে বলে স্পষ্ট করে দেন অভয় দাস ও ইনামুর রহমান।