ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন। শুক্রবার বিকেলে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি। মৃত ওই নারী হলেন রিমা বেগম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়াার জেনারেল এফএমএ শামীম আহমেদের পাঠানো ডেঙ্গু পরিস্থিতির রিপোর্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিমা ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে রিমার মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো। ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এক হাজার ১৫২ জন। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন।
মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৮৮ জন রোগী। বর্তমানে আরও ৬০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।