সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না। হয়রানির শিকার হতে হবে না সাধারণ মানুষকে। ছ’ধরনের শংসাপত্র আছে, যা প্রায় প্রত্যেক মানুষের কাজে লাগে। বর্তমানে দফতরে গিয়ে আবেদন করে সেই সব শংসাপত্র পেতে হয়। ফলে, অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে এবার সেই দিন শেষ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে।
সবাই যাতে খুব সহজে সব নথি হাতে পেয়ে যান, তার জন্য অনলাইন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।
কী এই ছয় ধরনের সার্টিফিকেট বা শংসাপত্র?
১ জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র।
২ ডিসট্যান্স সার্টিফিকেট
৩ ক্যারেক্টার সার্টিফিকেট
৪ ব্যক্তি পরিচয়পত্র
৫ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
৬ ইনকাম সার্টিফিকেট
তবে অনলাইনে এগুলি পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। এগুলি পেতে গেলে গ্রাহককে মোবাইল নম্বর এবং কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বরে ওটিপি গেলে তারপরে শংসাপত্র নিতে পারবেন গ্রাহক।
সরকারি বা বেসরকারি বিভিন্ন পরিষেবা পেতে, গেলে, স্কুল-কলেজে ভর্তি হতে গেলে, এই সব শংসাপত্রের প্রয়োজন হয়। যেমন ধরা যাক জেলা থেকে এসে কলকাতায় কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে দিতে হয় ডিসট্যান্স সার্টিফিকেট।