Jun 02, 2024
Entertainment

Suhana Khan: ‘দ্য আর্চিস’-এর রেড কার্পেটে Red Hot শাহরুখ কণ্যা Bollywood Actress সুহানা খান, Viral Video

post-img

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

সুহানা খান (Suhana Khan) শুধু ভালো অভিনেত্রীই নন, একজন উঠতি ফ্যাশন আইকনও। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য আর্চিস’ (The Archies) সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে সুহানাকে অনবদ্য লুকে দেখা গিয়েছে।


জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমাতে শাহরুখ খানের কন্যা (Shah Rukh Khan Daughter) সুহানা খান সহ অমিতাভ বচ্চনের নাতি, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা তিন জনেরই প্রথম বড় ছবি। এদিন প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেত্রী সুহানাকে একটি সুন্দর লাল টকটকে পোষাকে দেখা গিয়েছে। সেখানে ফটোশুটের কিছু ছবি সুহানা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

Tripti Dimri National Crush : রশ্মিকা মন্দানাকে হারিয়ে ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ Bollywood Actress তৃপ্তি দিমরি

এখন সবার সার্চে নাম সুহানার। সে কোন লুকে আসছে, কী পরছে, কী করছে সব দিকে নজর সবার। সোশ্যাল মিডিয়া দেখলেই যদিও বোঝা যায় যে এর মধ্যেই কতটা তার ফ্যান হয়েছে। দিনে দিনে বাড়ছে ফলোয়ার্সদের সংখ্যাও। সব স্টারকিডদের মধ্যে সুহানাই এখন মন কেড়েছে সবার। সুহানাকে নিয়ে এত চর্চা হলেও এখনও অনেক জিনিস আছে যা তার ভক্তরা জানে না। তাই জেনে নিন সেগুলি কী।



সুহানা 5’2 ফিট লম্বা। পড়াশোনা করেছেন মুম্বইয়ের ধিরুভাই অম্বানি ইন্টারন্যাশ্যানাল স্কুল থেকে। স্কুল শেষে চলে যান উনি লন্ডনে। সেখানে আরডিংলি কলেজ থেকে স্নাতক পাশ করেন সুহানা। লন্ডনে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করার পরই সুহানা খান নিউইয়র্ক যান। সেখানে টিস্ক স্কুল অফ আর্টস থেকে অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণ নিয়ে একটি কোর্স করেন। এরপর তিনি দেশে ফেরেন 2021 সালে। এরপর মুক্তি পেল 2023 সালে তাঁর বলিউডে প্রথম ছবি 'দ্য আর্চিজ'। এই ছবিটিতে খুশি কাপুরকেও দেখা গিয়েছে। নাচ জিনিসটা বলিউডের অভিনেতাদের কমবেশি জানতেই হয়। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ সুহানা খান। অনেক বড় বড় কোরিওগ্রাফারদের থেকেই নাচের তালিম নেন তাঁরা।


সুহানা তো নাচ জানেনই, একই সঙ্গে উনি জানেন বেলি ড্যান্সও। খ্যাতিমান নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার সঞ্জনা মুথরেজার থেকে উনি বেলি ড্যান্সের তালিম নেন।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now