May 19, 2024
Technology News

Cheapest Tata & Maruti Cars : অত্যন্ত কম দামে ভারতের বাজারে আসছে টাটা ও মারুতির দুর্দান্ত ৩ মডেল

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

প্রতি মাসে নতুন নতুন গাড়ি বাজারে আসছে। যদিও মে মাসটি তেমন উত্তেজনাপূর্ণ ছিল না, তবে তিনটি নতুন মডেলের আগমন বাজারে নতুন প্রাণের সঞ্চার করেছে। এই প্রতিবেদনে আমরা ফোর্স গুর্খা-5 ডোর, মারুতি সুজুকি সুইফট এবং টাটা আলট্রোজ রেসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ফোর্স গুর্খা-৫ ডোর:

সম্প্রতি ফোর্স তাদের ৫-দরজা গুর্খা গাড়িটির ফার্স্ট লুক উন্মোচন করেছে।

এটিতে ২.৬ লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ যা ১৪০bhp শক্তি উৎপন্ন করবে।

৪*৪ ড্রাইভ ট্রেন, ৯ ইঞ্চি টাচ স্ক্রিন, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ডিজিটাল ড্রাইভিং ডিসপ্লে এবং ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ সহ বাজারে আসবে।

মারুতি সুজুকি সুইফট:

মারুতি সুজুকি সুইফটের চতুর্থ প্রজন্মের মডেলটি জাপান এবং যুক্তরাজ্যে লঞ্চ করা হয়েছে এবং ভারতে লঞ্চের অপেক্ষায় রয়েছে।

এটিতে ১.২ লিটার ৩ সিলিন্ডার Z সিরিজের পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৮২bhp শক্তি এবং ১১২ Nm পিক টর্ক উৎপন্ন করবে।

নতুন ফিচার এবং উন্নত ডিজাইনের সাথে আসবে এই গাড়িটি।

মারুতি সুজুকি সুইফট:

মারুতি সুজুকি সুইফটের চতুর্থ প্রজন্মের মডেলটি জাপান এবং যুক্তরাজ্যে লঞ্চ করা হয়েছে এবং ভারতে লঞ্চের অপেক্ষায় রয়েছে।


এটিতে ১.২ লিটার ৩ সিলিন্ডার Z সিরিজের পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৮২bhp শক্তি এবং ১১২ Nm পিক টর্ক উৎপন্ন করবে।

নতুন ফিচার এবং উন্নত ডিজাইনের সাথে আসবে এই গাড়িটি।

টাটা আলট্রোজ রেসার:

টাটা আলট্রোজ রেসার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোর্ট ২০২৪-এ উপস্থাপন করা হয়েছিল এবং শীঘ্রই বাজারে আসার কথা।

৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভ ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন সহ বিভিন্ন আধুনিক ফিচার থাকবে।

১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ১০০bhp এর বেশি শক্তি এবং ১৭০Nm এর বেশি টর্ক উৎপন্ন করবে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now