May 19, 2024
Political

BJP Leader & Workers Join TMC : বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিলেন খড়গপুরে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক

বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য , খড়্গপুর শহরের অত্যন্ত পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব - প্রদীপ পট্টনায়েক ও বিজেপির কেশিয়াড়ি মন্ডল কমিটির প্রাক্তন সভাপতি বঙ্কিম মাইতি তাদের অনুগামীদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

রবিবার মেদিনীপুর শহরের নান্নুর চক এলাকায় কংগ্রেসের জেলা কার্যালয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপি নেতা প্রদীপ পট্টনায়েক ও বঙ্কিম মাইতি সহ তাদের অনুগামীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ,রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ ,তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সন্দীপ সিংহ সহ দলের অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ করা যায় যে প্রদীপ পট্টনায়েক যখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য ছিলেন। তিনি একাধিকবার বিধানসভা নির্বাচনে ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার বিজেপি দলের প্রতিষ্ঠাতা সদস্য।

রবিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি তে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাতো, কুড়মি উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান রথীন মাহাতো,ঝাড়গ্রাম জেলা পরিষদ এর সভাধিপতি চিন্ময়ী  মারান্ডী, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ওই পদযাত্রায় বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ঝর্ণা পাল তার অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই পদযাত্রায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে অংশীদার হওয়ার জন্য। তাই যারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহিত্যিক কালিপদ সরেন কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now