Jun 02, 2024
Bangladesh

Kolkata Book Fair in Bangladesh : বাংলাদেশের বুকে একটুকরো কলকাতা, ঢাকায় এবার বসছে কলকাতা বইমেলা

post-img

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

দুই বাংলার মিলন আবারও সেই বইতেই। বাংলাদেশে এবার কলকাতা বইমেলা। দীর্ঘ দিনের অপেক্ষার সমাপ্তি এবার। এই বছরেই প্রথম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে হতে চলেছে কলকাতা বইমেলা। চলতি বছর এপ্রিল অথবা মে মাসেই এই বইমেলা হওয়ার কথা। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বরাবর স্থান পেয়েছে বাংলাদেশ।

কলকাতা বই মেলাতে যোগ দিতে পারেন না বহু বাংলাদেশী নাগরিক সেই আক্ষেপের কথায় সাড়া দিল বাংলাদেশ এবং গিল্ড।

৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হয়েছিল "বাংলাদেশ দিবস"। সেখানেই বাংলাদেশে বই মেলার প্রসঙ্গ তুলেছিলেন গিল্ড পাবলিশার্সের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় । তিনি বলেছিলেন," আমরা স্পেনের থেকে নিমন্ত্রণ পেয়েছি । তবে এখনও বাংলাদেশ থেকে আমাদের ডাকা হয়নি । আমরা অনুরোধ করছি যদি ঢাকা শহরে একটা কলকাতা বইমেলা করা সম্ভব হয়, তাহলে ভাল হয়। " সেখানে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম। সেই আশ্বাস অনুযায়ী এবার ঢাকা শহরে ডাক পেল কলকাতা বইমেলা। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, " আমরা গত বছর বলার পর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকা থেকে। সেইমতো আমরা দু-পক্ষ আলোচনায় বসি। পরে ২৭ নভেম্বর থেকে ওদের বইমেলা শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনের জন্য সেই বইমেলা পিছিয়ে যায়। এখন নির্বাচন হয়ে গেল। ফল প্রকাশও হয়ে গিয়েছে। ওদের ৩১ তম বইমেলা হয়ে যাওয়ার পরেই, এপ্রিল- মে মাসে আমরা কলকাতা বইমেলা করছি।"

ঢাকা শহরেই বইমেলা হওয়ার ফলে বইপ্রেমী এবং পাবলিশার্সদের অনেক সুবিধা হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। গিল্ডের সভাপতির কথায়, এর ফলে দুই দেশের পাঠক এবং লেখকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে । আর ঢাকায় বইমেলা হলে ভারত থেকে যাওয়া পাবলিশার্সদের অনেক সুবিধা হবে । কারণ ওই দেশের দূরত্ব কম, ওটাই সব থেকে কাছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now