Jul 27, 2024
Business

1500 Crores Investment by TVS ILP : বাংলায় নতুন বিনিয়োগ, কলকাতা ও শিলিগুড়িতে নতুন বিনিয়োগে লজিস্টিক পার্ক তৈরীর ঘোষণা টিভিএস ইন্ডাস্ট্রির

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন পূর্ব ভারত। 

বাংলায় নতুন বিনিয়োগ করতে দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা যেভাবে এগিয়ে আসছে এবারে তাতে উৎসাহিত হচ্ছে আরো নতুন নতুন সংস্থা।

সাম্প্রতিককালে গোটা দেশের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আগেই সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে উঠে এসেছে বাংলা।

Infosys Campus Kolkata Newtown : নিউটাউনে প্রায় সম্পূর্ণ ইনফোসিসের নতুন ক্যাম্পাস, বাংলায় হবে ৪০০০ তথ্য প্রযুক্তি কর্মীর নতুন কর্মসংস্থান #rajarhat

এবারে নির্মাণ শিল্প এবং লজিস্টিক শিল্পের ক্ষেত্রেও নিজের জায়গা পাকা করতে শুরু করেছে বাংলা।

গোটাতে এসে জুড়ে আগামী বছরের মধ্যে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করে বেশ কয়েকটি লজিস্টিক পার্ক তৈরির কথা ঘোষণা করেছে টিভিএস ইন্ডাস্ট্রিয়াল এন্ড লজিস্টিকস পার্ক প্রাইভেট লিমিটেড ( TVS Industrial & Logistics Parks Pvt Ltd. (ILP) )।

Vertical City in Kolkata Newtown : সিঙ্গাপুরের স্টাইলে কলকাতার নিউটাউনেই ভার্টিকাল সিটি, আকাশের উপর শহর বানাতে ছাড়পত্র দিল HIDCO, See Pics #newtown-219-Crores

বাংলার মধ্যে কলকাতা এবং শিলিগুড়িতে অন্তত দুটি লজিস্টিক পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে টিভিএস। 

প্রত্যেকটি লজিস্টিক পার্ক তৈরির জন্য প্রায় 40 একর করে জমির প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে।


TVS Industrial & Logistics Parks Pvt Ltd. (ILP) is currently in the process of exploring land availability in Kolkata and Siliguri. Ideally, each of these parks would require a land parcel of 20 to 40 acres, while a large independent client might require a million square feet of industrial warehousing space.

Kolkata Rajarhat Newtown : ডেস্টিনেশন নিউটাউন, প্রথম সারির সমস্ত কর্পোরেট সংস্থা, সরকারি বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ব সংস্থার হেডকোয়ার্টার তৈরি হচ্ছে নিউটাউনে #newtown #rajarhat #kolkata #kolkatabuzz #kolkatadiaries #kolkatahiring #kolkatasaradinrivate-Banks-and-PSUs

তবে বাংলার মধ্যে প্রথম শিলিগুড়িতেই এই লজিস্টিক পার্ক তৈরির জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিলিগুড়ি এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখান থেকে চারটি দেশের সীমান্ত অত্যন্ত কাছাকাছি। ভুটান নেপাল বাংলাদেশ এবং চীন সীমান্তের গাঘ হাসা শিলিগুড়িতে সীমান্তের নিকটবর্তী জায়গায় লজিস্টিক পার্ক তৈরি করলে রপ্তানির ক্ষেত্রেও বিপুল সুবিধে পাওয়া যাবে বলে মনে করছে টিভিএস।

সপ্তাহ সূত্রে জানা গিয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যেই শিলিগুড়িতে প্রায় পাঁচ লক্ষ স্কয়ার ফিট জায়গার উপরে চালু হয়ে যাবে প্রস্তাবিত এই লজিস্টিক পার্ক।


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now