May 06, 2024
Sports

Eden IPL special Train : ইডেনে আইপিএল দেখে ফেরার জন্য স্পেশাল ট্রেন পরিষেবা, কোন সেকশনে কটার সময় স্পেশাল ট্রেন? দেখে নিন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

ইডেনে রাতে  IPL ম্যাচ দেখে বাড়ি ফেরা সত্যিই কষ্টের ব্যাপার। এবারে মেট্রো পরিষেবাও সব ম্যাচে দেওয়া হচ্ছে না। ট্যাক্সি বা অনলাইন ক্যাব যথেষ্ট বেশি দাম নিচ্ছে সুযোগ বুঝে। সরকারি বাস থাকলেও সেটা খুবই সামান্য। এই অবস্থায় পূর্ব রেল এগিয়ে এলো। আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে খেলা শেষ হবার পর বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল।

রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে।

অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে।

ইডেনে আর তিনটে ম্যাচ বাকি। আগামী শুক্রবার কেকেআরের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। সোমবার দিল্লী ক্যাপিটালস আর ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কেকেআর।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now