রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
খোলামেলা বিকিনিতে যেন সুইমিং পুলের জলে আগুন জ্বালিয়েছেন অভিনেত্রী পলক তিওয়ারি।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। ছোটবেলা থেকেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচিত তিনি।
পলক তিওয়ারি বিনোদন জগতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। বিখ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে তিনি। কসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে প্রেরণা-র চরিত্রে শ্বেতার অভিনয় আইকনিক।
সম্প্রতি তাঁর মেয়ে পলককে গানের ভিডিয়ো বিজলি বিজলিতে হার্ডি সান্ধুর সঙ্গে দেখা গিয়েছে। কাজ করেছেন সলমন খানের সঙ্গে কিসি কা ভাই কিসি কি জান-এও।
সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ পলক। তবে এসবের মাঝেও, বারবার তাঁর তুলনা চলে মা শ্বেতা তিওয়ারির সঙ্গে।
শ্বেতা তিওয়ারি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে তার মেয়ে হিসেবে পালক যে সেলেব কিড হিসেবেই পরিচিত নেটদুনিয়ায়, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি নেহাতই কম সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো, তার ঝলক অবশ্য মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় তাকে, যার রীতিমতো রাতের ঘুম কাড়ে তার ভক্তদের। সম্প্রতি পালকের তেমনি ফটোশুটের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই চর্চায় তিনি।

এর মধ্যেই সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেমের গুঞ্জন তুঙ্গে। একাধিক সময় ইব্রাহিমের সঙ্গে পার্টি থেকে পলককে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছে।
পলক আপাতত ইব্রাহিম আলি খানের সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। সইফ আলি খান ও অমৃতা সিং-এর ছেলে, সারা আলি খানের ভাই এখনও অভিনেতা হিসেবে ডেবিউ করেনি।
তবে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাতে তিনি সহ-পরিচালক ছিলেন করণ জোহরের। বিগত ১ বছর ধরে একাধিক সময় একসঙ্গে দেখা গিয়েছে পলক আর ইব্রাহিমকে। যদিও দু তরফের কেউই এই সম্পর্কে শিলমোহর লাগাননি।