Jul 27, 2024
Business

2000 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, বাংলায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ এর সিদ্ধান্ত সুইডিশ সংস্থা IKEA -র, হবে ৪০০০ নতুন কর্মসংস্থান

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

বাংলায় ফের আসছে বড় অংকের বিদেশী বিনিয়োগ। 

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে প্রত্যেক বছর নিয়ম করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করে গিয়েছেন বাংলায় বিনিয়োগ আকর্ষণের জন্য তাতে বাংলার বিভিন্ন জায়গায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা স্পষ্ট হয়েছে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছে।

Kolkata Rajarhat Newtown : ডেস্টিনেশন নিউটাউন, প্রথম সারির সমস্ত কর্পোরেট সংস্থা, সরকারি বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ব সংস্থার হেডকোয়ার্টার তৈরি হচ্ছে নিউটাউনে #newtownrivate-Banks-and-PSUs

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার বাণিজ্য সফরে ইউরোপ সফরে গিয়ে বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছেন ইউরোপের বিশিষ্ট শিল্প সংস্থা গুলির কাছে।

তার ফলেই সুইডেনের বিখ্যাত হোম ফার্নিসিং সংস্থা আইকেইএ বাংলায় দুটি বিশাল মাপের স্টোর খুলতে আগ্রহ প্রকাশ করেছিল আগেই।

Kona Expressway elevated corridor : যানজট কাটাতে কোনা এক্সপ্রেসওয়ের উপরে ৮৩৯ কোটি টাকা ব্যয়ে শুরু ৬ লেনের এলিভেটেড করিডোর সহ সুপার হাইওয়ে নির্মাণCrores

ইউরোপ কথা গোটা পৃথিবীর প্রথম সারির এই হোম ফারনিশিং সংস্থা বাংলায় দুটি বড় মাপের স্টোর খুললেন সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে অন্তত ৪০০০০ জনের।

কয়েকদিন আগে গুরগাঁও এবং নয়ডাতে প্রায় সাত হাজার কোটি টাকা বিনিয়োগে নিজেদের আন্তর্জাতিক মানের স্টোর তৈরির কাজ শুরু করেছে সুইডেনের বিখ্যাত এই সংস্থা।

20000 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলায় স্টিল প্লান্ট বানাচ্ছে রশ্মি গোষ্ঠী, কর্মসংস্থান হবে ৪০ হাজার #rashmigroup000-crores-in-expanding-the-integrated-steel-plant-in-West-Bengal

Ikea is planning to open 2 stores in the state with an investment of Rs 2000 (approx $301 million) that will create close to 4000 jobs in the state



করোনার আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে বাংলায় বিনিয়োগের বিষয় নিজেদের আগ্রহ প্রকাশ করেছিল এই সংস্থা।


শান্তির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লেখা চিঠিতে জানানো হয়েছিল বাংলায় তারা ১৫০ পয়েন্ট ৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মূল্যে প্রতি স্টোর পিছু এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী।


In a letter to Banerjee, a senior official of the company has promised an investment of Rs 1,000 crore (approx $150.5 million) for each store that will open in the state.


শুধু তাই নয় বাংলায় যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তারা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগের দুর্দান্ত পরিবেশ লক্ষ্য করেছি আমরা। সেই কারণে প্রতি স্টোর পিছু প্রত্যক্ষভাবে 800 এবং পরোক্ষভাবে বারোশো জনের কর্মসংস্থান হবে। অর্থাৎ দুটি স্টোরে ২০০০ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি ৪০০০ জনের কর্মসংস্থান হবে।

Newtown EM Bypass Flyover : মাত্র ২০ মিনিটে নবান্ন থেকে নিউটাউন, চিংড়িহাটার জ্যাম যন্ত্রণা কাটাতে নিউটাউন যেতে ১০০০ কোটির নতুন ফ্লাইওভার

"West Bengal is one of the key markets in Ikea's plans in India and we would like to start working in your state for establishing Ikea's expansion plans. Each Ikea store in your state will be an investment of Rs 1,000 crore and generating employment of 800 directly and 1,200 jobs indirectly," Ikea's letter to Banerjee read.


"We see West Bengal as a market for 1-2 Ikea stores and touch points, which means investment of more than Rs 2000 crore," it added.

 

Ikea has set a target of 25 stores by 2025 for the Indian market with an investment of Rs 10500 crore. It will be opening its first India store in Hyderabad later this year.


প্রসঙ্গত Sweden সংস্থা আইকেইএ আগামী 2025 সালের মধ্যে ভারত বর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যের ২৫ স্টোর খোলার জন্য ১০ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now