Jul 27, 2024
Business

35000 Crores Investment in Bengal : বাংলায় ৩৫০০০ কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানা বানাবে সেইল, সঙ্গে প্রায় ৫০০০ কর্মসংস্থান

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

বাংলার শিল্পাঞ্চল বলে পরিচিত পশ্চিম বর্ধমানের আসানসোল, বার্নপুর, দুর্গাপুর এলাকা একটা সময় ইসকোর ইস্পাত কারখানার দৌলতেই ভারত তথা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিল।

কলকাতার সঙ্গে অর্থনীতিতে একটা সময় রীতিমতো পাল্লা দিত আসানসোল দুর্গাপুরের অর্থনীতি।

Kolkata Job Alert : কলকাতায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল সংখ্যক নিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ক্যাপজেমিনি, জানুন কোথায় কিভাবে আবেদন করবেন #capgemini -in-Kolkata

কিন্তু কালের নিয়মে এবং বিগত সিপিএম সরকারের আমলে বারে বারে কারখানায় ধর্মঘট এবং লক আউট শুরু হওয়ায় একের পর এক কারখানা ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হয়।

তবে এবারে বাংলায় শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হওয়ায় এবং রাজ্যে ধর্মঘট এবং কর্ম বিরতির পরিবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাওয়ায় নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাতে এগিয়ে এলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেইল।

1500 Crores Investment by TVS ILP : বাংলায় নতুন বিনিয়োগ, কলকাতা ও শিলিগুড়িতে নতুন বিনিয়োগে লজিস্টিক পার্ক তৈরীর ঘোষণা টিভিএস ইন্ডাস্ট্রির #tvs #tvsilp #logistics&-warehouses-across-India-including-Kolkata-&-Siliguri

আসানসোলের বার্নপুরে ইসকোর যে ইস্পাত কারখানা রয়েছে তার ঠিক পাশেই পড়ে থাকা বিশাল জমিতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগে অত্যাধুনিক এবং উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইস্পাত কারখানা গড়ে তোলার কাজ শুরু করে দিল সেইল।


এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। তেমন ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে। সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে।

Infosys Campus Kolkata Newtown : নিউটাউনে প্রায় সম্পূর্ণ ইনফোসিসের নতুন ক্যাম্পাস, বাংলায় হবে ৪০০০ তথ্য প্রযুক্তি কর্মীর নতুন কর্মসংস্থান #rajarhat

জানা গিয়েছে ইসকোর এই প্ল্যানটে প্রায় ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ফলে শুধুমাত্র বাংলাতেই কর্মসংস্থান হবে অন্তত পাঁচ হাজারের বেশি।

এই কারখানায় হাই এন্ড ফ্ল্যাট হট রোল্ড কয়েল ( high-end flat hot-rolled coil (HRC), including for automotive applications, at its existing site in Burnpur, Asansol ) উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( Steel Authority of India Limited (SAIL) )।

TATA Investment in Bengal : মমতার বাংলায় ফের বিপুল বিনিয়োগ টাটা গোষ্ঠীর, দুর্গাপুর আসানসোল সহ বাংলা জুড়ে বিলাসবহুল হোটেল বানাচ্ছে টাটা গোষ্ঠী #ihcl #ginger #tatagroupur-got-Ginger-Rajbandh

অত্যাধুনিক এই কারখানা পরিবেশবান্ধব হবে। কার্বন নির্গমন কমিয়ে গ্রিন স্টিল উৎপাদনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে।

সেইলের এগজিকিউটিভ ডিরেক্টর (লজিস্টিক ও ইনফ্রাস্ট্রাকচার) সুভাষ দাস জানিয়েছেন, "৪.০৮মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন নতুন স্টিল প্ল্যান্ট গড়ে উঠবে। পর্যালোচনা শুরু হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে।"


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now