ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • Viral News : “রেলে একটু বাজেট বাড়ান” ট্রেনে চড়ে ভারতীয় রেলকে তীব্র ব্যঙ্গ বিদেশিনীর

Viral News : “রেলে একটু বাজেট বাড়ান” ট্রেনে চড়ে ভারতীয় রেলকে তীব্র ব্যঙ্গ বিদেশিনীর

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ভারতীয় রেল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনও রেলের পরিষেবা, কখনও ট্রেনের বিলম্ব, কখনও দুর্ঘটনা- সব মিলিয়ে নানা ধরনের ইস্যু নিয়ে রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এরই মধ্যে ট্রেনের বাথরুম নিয়ে ভয়ঙ্কর অভিযোগ জানালেন এক....

Viral News : “রেলে একটু বাজেট বাড়ান” ট্রেনে চড়ে ভারতীয় রেলকে তীব্র ব্যঙ্গ বিদেশিনীর

  • Home /
  • ভারত /
  • Viral News : “রেলে একটু বাজেট বাড়ান” ট্রেনে চড়ে ভারতীয় রেলকে তীব্র ব্যঙ্গ বিদেশিনীর

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ভারতীয় রেল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনও রেলের পরিষেবা, কখনও ট্রেনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

ভারতীয় রেল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনও রেলের পরিষেবা, কখনও ট্রেনের বিলম্ব, কখনও দুর্ঘটনা- সব মিলিয়ে নানা ধরনের ইস্যু নিয়ে রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এরই মধ্যে ট্রেনের বাথরুম নিয়ে ভয়ঙ্কর অভিযোগ জানালেন এক বিদেশিনী।

তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় ট্রেনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ভিড় এবং টিকিটবিহীন যাত্রীদের সিট দখলের পাশাপাশি ভারতীয় ট্রেনে টয়লেটের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিদেশিনী। ইনস্টাগ্রামের জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটার ইরিনা মোরেনো একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে তিনি বলেছেন ভারতীয় রেলের বাথরুমের কেমন অবস্থা।

ট্রেনের বাথরুমে দুর্গন্ধ থেকে অপরিচ্ছন্নতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। উদয়পুর-জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রা করার সময়কার অভিজ্ঞতা শেয়ার করেছেন ইরিনা। সেখানে নি এও বলেন, ভারত সরকারের উচিত অবিলম্বে রেলের জন্য বেশ কিছুটা বরাদ্দ আরও বাড়ানোর। বেশ কিছু দিন আগে তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন।

ইতিমধ্যেই ভিডিওটি ৫২ হাজারের বেশি লাইক পেয়েছে, ৫.৮ মিলিয়ন ভিউজও হয়ে গিয়েছে।

যদিও একাধিক ভারতীয়রা কটাক্ষ করেছে ওই বিদেশিনীকে। এক ইউজার লিখেছেন, ‘আপনি ওই ট্রেনের সেকেন্ড ক্লাসে ভ্রমণ করছিলেন। যেটি সবচেয়ে সস্তার। যদি ভাল অভিজ্ঞতা পেতে চান তাহলে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করুন।’ আরেক নেটিজেন বলেছে, ‘আমাদের ভারত অনেক বড় দেশ। সেখানে বাজেটও বড় সমস্যা। প্রত্যেকে নিজেদের হিসেব বুঝে ট্রেনের বিভিন্ন ক্লাসে যাত্রা করে থাকে। একটি দিক দেখালে হবে না। সেক্ষেত্রে বন্দে ভারত বা মেট্রো ট্রেনও দেখাতে হবে।’

আরেক নেটিজেনের কথায়, ‘যে কামরাতে আপনি যাত্রা করছিলেন সেটির ভাড়া ১০০ থেকে ১২০টাকা। ওই টাকায় আপনার দেশে পিৎজার টপিংসও হয় না। বাজেট বাড়াতে হলে নিজের বাজেট বাড়িয়ে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করুন। এরকম ছবি ভারতের সব ট্রেনে মোটেও নেই।’

আজকের খবর