ব্রেকিং
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Court fines PVR INOX: সিনেমা হলেও বিজ্ঞাপন! আদালতের মোটা জরিমানা PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

Court fines PVR INOX: সিনেমা হলেও বিজ্ঞাপন! আদালতের মোটা জরিমানা PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও বিজ্ঞাপনের জ্বালায় অস্থির প্রাণ। ক্ষোভে তাবড় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করেছিলেন যুবক। সেই নিয়ে সকলে হাসাহাসি করলেও, আদালতের রায় তাঁর পক্ষেও গেল। মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ....

Court fines PVR INOX: সিনেমা হলেও বিজ্ঞাপন! আদালতের মোটা জরিমানা PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Court fines PVR INOX: সিনেমা হলেও বিজ্ঞাপন! আদালতের মোটা জরিমানা PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও বিজ্ঞাপনের জ্বালায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও বিজ্ঞাপনের জ্বালায় অস্থির প্রাণ। ক্ষোভে তাবড় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করেছিলেন যুবক। সেই নিয়ে সকলে হাসাহাসি করলেও, আদালতের রায় তাঁর পক্ষেও গেল। মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ তাঁকে ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত।

কর্নাটকের বেঙ্গালুরুর ঘটনা। দু’বছর আগে PVR, INOX কর্তৃপক্ষ এবং অনলাইন শো বুকিং সংস্থা BookMyShow-র বিরুদ্ধে মামলা করেছিলেন ৩০ বছর বয়সি এমআর অভিষেক। জানা গিয়েছে, ২০২৩ সালে ‘স্যাম বাহাদুর’ ছবিটি দেখতে BookMyShow থেকে তিনটি টিকিট বুক করেছিলেন তিনি। বিকেল ৪টে বেজে ৫ মিনিটে শো ছিল। ছবি শেষ হওয়ার কথা ছিল সন্ধে ৬.৩০ নাগাদ। (Viral News)

কিন্তু অভিষেকের দাবি, সিনেমা দেখে বেরিয়ে কাজে বেরনোর কথা ছিল তাঁর। কিন্তু সিনেমা শুরু হতেই ৪.৩০ বেজে যায়। কারণ সিনেমা শুরু হওয়ার আগে একের পর এক বিজ্ঞাপন, অন্য ছবির ট্রেলার চলতে থাকে। প্রায় আধঘণ্টা কেটে যায় সেখানেই। স্বভাবতই সিনেমা শেষ হতে আরও দেরি হয়ে যায়। আর তাতেই মামলা দায়ের করেন অভিষেক।

PVR, INOX এবং BookMyShow-র বিরুদ্ধে অভিযোগে অভিষেক জানান, ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করা হয়েছে তাঁর। মানসিক যন্ত্রণার মধ্যে গিয়ে যেতে হয়েছে তাঁকে। অভিষেক জানান, ওই দিন আরও কাজ ছিল তাঁর। কিন্তু সিনেমা হল থেকে বেরোতেই দেরি হয়ে যায় তাঁর। ফলে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয়। শুধুমাত্র টাকা দিয়েও ক্ষতি পূরণ করা সম্ভব নয়।

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও তুলেছেন অভিষেক। তাঁর মতে, দর্শকদের বোকা বানানো হয়েছে। ছবির সময় এক দেখিয়ে, মতামতের তোয়াক্কা না করে বিজ্ঞাপন কার্যত ঠুসে দেওয়া হয় মুখে।

বিষয়টি ক্রেতা সুরক্ষা আদালতে ওঠে। সেখানে আদালত জানায়, সময়ের অবশ্যই মূল্য আছে। সেই মতো PVR এবং INOX-কে অসৎ উপায়ে ব্যবসার জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, অভিযোগকারীর মানসিক যন্ত্রণা এবং অন্য খাতে আরও ১৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ আসে। একই সঙ্গে PVR এবং INOX-কে ১ লক্ষ টাকা জরিমানা করে। অন্যের সময় নষ্ট করে নিজে লাভবান হওয়ার অধিকার কারও নেই বলে জানায় আদালত। পরিষ্কার বলা হয়, “২৫-৩০ মিনিট নেহাত কম সময় নয় যে বসে বসে নষ্ট করা যায়, যা দেখানো হবে দেখে যেতে হবে। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা সত্যিই কষ্টকর।”

এই গোটা মামলায় PVR-INOX জানিয়েছে, আইন অনুযায়ীই সচেতনতামূলক কিছু জিনিস দেখাতে হয় তাঁদের। সিনেমা দেখানোর আগে এবং মধ্যাহ্ন বিরতির সময় জনসচেতনতা মূলক বার্তা দেখাতে সবমিলিয়ে ১০ মিনিট খরচ করা যেতে পারে বলে যদিও জানিয়েছে আদালত। কিন্তু জরিমানা করা থেকে বিরত থাকেনি আদালত। ৩০ দিনের মধ্যে দুই সংস্থাকেই টাকা জমা দিতে বলা হয়েছে।

আজকের খবর