সুমন তরফদার। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের মামলায় নাটকীয় মোড়! কলকাতা হাইকোর্টে বদল হল আইনজীবী। দীর্ঘ সময় ধরে আইনজীবী সঞ্জয় বসু মুখ্যমন্ত্রীর হয়ে লড়ছিলেন। এবার মামলা লড়বেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। আজ বুধবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় এবার আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থার তরফে এই সংক্রান্ত বিষয়ে এদিন আদালতকে জানানো হয়েছে। হঠাত কেন আইনজীবী বদল তা স্পষ্ট করা হয়নি। তবে এহেন সিধান্ত ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে।
এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে বিজয়ী দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েনের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ-জট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সহ চারজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলাতেই আইনজীবী বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দু’টি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। সেই ভোটে বরাহনগর এবং ভগবানগোলা থেকে জিতেছিলেন যথাক্রমে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। এই দুজনের শপথ নিয়ে জটিলতার সূত্রপাত হয়। রাজ্যপাল এবং বিধানসভার মধ্যেও সংঘাতের আকার নেয়। স্পষ্ট জানানো হয় দুজনকে শপথ নিতে আসতে হবে রাজভবনে।
যদিও দুই বিধায়ক চান, শপথ হোক বিধানসভাতেই। এই বিষয়ে দু’পক্ষের দীর্ঘ স্নায়ুযুদ্ধ চলে। আর এই সময় বেশ কিছু মন্তব্য যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই অবস্থায় শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান। আর এরপরেই প্রশাসনিক প্রধান সহ একাধিকের বিরুদ্ধে মামলা করেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, সেই মামলায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে। যদিও রাজভবনের তরফে সরকারি ভাবে এ নিয়ে কিছু বলা হয়নি। নতুন সলিসিটর সংস্থা মুখ্যমন্ত্রীর পক্ষে যুক্ত হলেও রাজ্যপালের করা নির্দিষ্ট এই মামলায় সওয়াল করবেন তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।