কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। কাঁথি।
কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল যোগ দিয়েছিলেন তৃণমূলে। সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তমলুকের বিজেপি সংসদ অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে।
হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের পাশাপাশি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শ্যামল মাইতি।
এবারে ভাঙন করলো শুভেন্দু অধিকারীর নিজের পাড়া কাঁথিতে। এবারে বিজেপি নেতা কর্মীদের বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী নিজে এবং তাঁর ভাই কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর ১ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি।
ভগবানপুর ১ গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুর এর বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালি শংকর মাইতি এবং তার অনুগামীরা সহ পাইকভেরি বুথের প্রায় ৪১ টি পরিবারের কয়েকশো ভোটার তথা কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল।

উপস্থিত ছিলেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।