ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Kolkata Metro News : ৩ দিন বন্ধ থাকবে মেট্রো, যাতায়াতের ভোগান্তি এড়াতে জেনে নিন তারিখ ও সময়

Kolkata Metro News : ৩ দিন বন্ধ থাকবে মেট্রো, যাতায়াতের ভোগান্তি এড়াতে জেনে নিন তারিখ ও সময়

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষানিরীক্ষার জন্য আগামী তিন দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট করিডরের পরিষেবা। আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই....

Kolkata Metro News : ৩ দিন বন্ধ থাকবে মেট্রো, যাতায়াতের ভোগান্তি এড়াতে জেনে নিন তারিখ ও সময়

  • Home /
  • কলকাতা /
  • Kolkata Metro News : ৩ দিন বন্ধ থাকবে মেট্রো, যাতায়াতের ভোগান্তি এড়াতে জেনে নিন তারিখ ও সময়

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষানিরীক্ষার জন্য আগামী তিন দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কলকাতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষানিরীক্ষার জন্য আগামী তিন দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট করিডরের পরিষেবা। আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই রুটে কোনও মেট্রো চলাচল করবে না।

যাত্রীদের সাময়িক অসুবিধার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC)-এর চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা এই তিন দিন ধরে চালানো হবে। এই অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম চালু করার আগে সমস্ত দিক খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এই সময়ে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের ইনস্পেকশনও চালানো হবে। এই ট্র্যাফিক ব্লক চলাকালীন শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ মূল স্টেশনে যাওয়ার যে সাবওয়ে রয়েছে, সেটিও বন্ধ রাখা হবে।

তবে, গ্রিন লাইনের পরিষেবা বন্ধ থাকলেও মেট্রোর ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক নিয়মেই চলাচল করবে। এই রুটে পরিষেবা বিঘ্নিত হবে না।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল শনিবার কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের একটি খেলা রয়েছে। সাধারণত ইডেন গার্ডেন্সে খেলা থাকলে রাতে স্পেশাল মেট্রো চালানো হয় দর্শকদের সুবিধার্থে। তবে, এই শনিবার গ্রিন লাইনের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে (গ্রিন লাইন টু) ঘোষিত ট্র্যাফিক ব্লকের কারণে রাতে কোনো স্পেশাল মেট্রো চালানো সম্ভব হবে না। যদিও ব্লু লাইনে খেলা ফেরত যাত্রীদের জন্য স্পেশাল মেট্রোর ব্যবস্থা থাকছে।

এর আগেও কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিস্টেমের কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বিভিন্ন সময়ে পরিষেবা বন্ধ রেখে প্রয়োজনীয় কাজ ও পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ যাত্রী পরিষেবা শুরুর আগে সিবিটিসি সিগন্যালিং সিস্টেম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষানিরীক্ষা এখনও বাকি আছে। সমগ্র হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রুটে মেট্রো চালু হলে মাত্র আধ ঘণ্টাতেই এই পথ অতিক্রম করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই বিভিন্ন দফায় প্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যাত্রীদের মসৃণ ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার জন্যই এই সাময়িক পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

আজকের খবর