সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বন দফতরের বনকর্মীরা একটি পুকুরে জাল ফেলে প্রায় ১০ ফুট লম্বা একটি পূর্ণ বয়স্ক স্ত্রী কুমির উদ্ধার করে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের বালি টু গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর মাঝেরপাড়া গ্রামে।
স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে বিরাজনগর মাঝের পাড়া এলাকার জনৈক ভোলা শিকদারের পুকুরে বিশালাকৃতির একটি কুমির কে ভাসতে দেখে স্থানীয় মানুষজন বুধবার সন্ধ্যায়।
এরপর তারা বন দফতর কে খবর দেয়।খবর পেয়েই পরের দিন সকালে সজনেখালি ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে জাল ফেলে কয়েক ঘন্টার চেষ্টায় জালে বন্দি করে কুমিরটি কে।
এরপর তারা কুমিরটি কে জল পথে লঞ্চে করে নিয়ে যায় সজনেখালি ফরেস্ট ক্যাম্পে।সেখানেই কুমিরটি কে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে।তবে বর্তমানে কুমিরটি সুস্থ আছে।
চিকিৎসকরা বললে কুমিরটি কে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।এ বিষয়ে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল বলেন বালি টু অঞ্চলের বিরাজনগর মাঝের পাড়া গ্রামে একটি পুকুর থেকে একটি কুমির উদ্ধার করে বনকর্মীরা।
কুমিরটি বর্তমানে সুস্থ আছে।তবে কিভাবে কুমিরটি লোকালয়ের পুকুরে চলে এলো সে বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে বন দফতর কে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোনস জাস্টিন বলেন লোকালয়ের পুকুর থেকে একটি প্রায় ১০ ফুট লম্বা পূর্ণ বয়স্ক স্ত্রী কুমির উদ্ধার করে বনকর্মীরা জাল ফেলে।
কুমিরটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দল।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।চিকিৎসকরা বললে কুমির টি কে নদীতে ছেড়ে দেওয়া হবে।

এদিকে বন দফতরে প্রাথমিক তদন্তে উঠে আসে গ্রামের পাশে দুর্গা দুয়ানী এবং বিদ্যাধরী নদী।হয়তো জোয়ারে যেকোনো ভাবে কুমির টি উঠে আসে লোকালয়ে।তবে কিভাবে কুমির টি লোকালয়ের পুকুরে এলো সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর।