পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের মহিষাগোট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক কমিটির নির্বাচনে মোট ৯ টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়,
কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থিত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় শুক্রবার তৃণমূল কংগ্রেস সমর্থিত ওই ৯ জন প্রার্থী কে ওই সমবায় সমিতির নির্বাচনের দায়িত্ব থাকা আধিকারিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন।
এর পর ওই জয়ী ৯ জন প্রার্থীকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা মহিষাগোট কৃষি উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় সংলগ্ন এলাকায় সবুজ আবীর মেখে আনন্দে মেতে ওঠে।
জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ওই কৃষি উন্নয়ন সমবায় সমিতির মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে জানান। এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জয়ী তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।