সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আপনি যদি BSNL-এর গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। BSNL-দিওয়ালি উপলক্ষ্যে তার ইউজারদের জন্য নিয়ে এসেছে সস্তার এক রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন পুরো ৩৬৫ দিনের বৈধতা।
সরকারি টেলিকম সংস্থা দ্রুত গ্রাহকদের জন্য 4G নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। যখন থেকে বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করে তুলেছে তখন থেকে সস্তার প্ল্যানে বাজারে ঝড় তুলেছে BSNL!আপনি যদি সামান্য টাকা খরচ করে পুরো এক বছরের বৈধতা পেতে চান তাহলে BSNL-এর এই প্ল্যান আপনাকে আকর্ষণ করবেই।
BSNLতার কোটি কোটি ইউজারদের জন্য পোর্টফোলিওতে অনেক ধরনের রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। কোম্পানি ১০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার বেশি অনেকগুলি প্ল্যান অফার করছে। আপনি আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী সেই সব প্ল্যানের মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনার জন্য সেরা প্ল্যানটি। এখন দিওয়ালি উপলক্ষ্যে সরকারি টেলিকম কোম্পানি তার কোটি কোটি ব্যবহারকারীদের মুখে হাসি ফুটিয়েছে। কম দামে দীর্ঘ এক বছরের মেয়াদ পাবেন BSNL-ইউজাররা।
BSNLনিয়ে এসেছে সবচেয়ে সস্তার প্ল্যান। ১১৯৮ টাকার রিচার্জে পেয়ে যান পুরো ৩৬৫দিনের বৈধতা। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা কম খরচে এবং এক বছরের মেয়াদে বিনামূল্যে কল করতে চান। কোম্পানি গ্রাহকদের ১১৯৮ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা দিচ্ছে। এই সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যানের মাধ্যমে, আপনি একবারে গোটা রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন।
BSNL ১,১৯৮ টাকার প্ল্যানে মোট 36GB ডেটা দিচ্ছে। আপনি প্রতি মাসে 3GB পর্যন্ত হাইস্পিড ডেটা অফার করে। পাশাপাশি, এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩০টি SMS বিনামূল্যে পাবেন।
আপনার যদি আরও বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় তবে আপনি BSNL-এর ১৯৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 600GBডেটার সুবিধা দিচ্ছে। প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধা পাবেন ইউজাররা। তবে এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন।