ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • SSKM Hospital Record : ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার, এসএসকেএম হাসপাতালের সাফল্যে বাংলার স্বাস্থ্যপরিসেবার প্রশংসা মমতার

SSKM Hospital Record : ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার, এসএসকেএম হাসপাতালের সাফল্যে বাংলার স্বাস্থ্যপরিসেবার প্রশংসা মমতার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার। প্রত্যেকটি নিখুঁত এবং নির্ভুল করে দেশের মধ্যে নয়া রেকর্ড গড়ল বাংলার এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। আর এই অনন্য এবং অভূতপূর্ব সাফল্যের নজিরের ভূয়সী প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী....

SSKM Hospital Record : ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার, এসএসকেএম হাসপাতালের সাফল্যে বাংলার স্বাস্থ্যপরিসেবার প্রশংসা মমতার

  • Home /
  • কলকাতা /
  • SSKM Hospital Record : ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার, এসএসকেএম হাসপাতালের সাফল্যে বাংলার স্বাস্থ্যপরিসেবার প্রশংসা মমতার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার। প্রত্যেকটি নিখুঁত এবং নির্ভুল করে দেশের মধ্যে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

১২০ ঘণ্টায় প্রায় ২০০ অস্ত্রোপচার। প্রত্যেকটি নিখুঁত এবং নির্ভুল করে দেশের মধ্যে নয়া রেকর্ড গড়ল বাংলার এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। আর এই অনন্য এবং অভূতপূর্ব সাফল্যের নজিরের ভূয়সী প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসার মান নিয়েও রাজ্য নজির গড়েছে, সেই কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, “আমাদের নিজেদের সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম এক নতুন রেকর্ড গড়েছে! গত ৫ দিনে অপেক্ষমাণ ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে।”

মুখ্যমন্ত্রী লেখেন, “এটি ছিল একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে অপেক্ষমাণ গলব্লাডার রোগীদের অস্ত্রোপচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং একইসঙ্গে প্রমাণিত হয়েছে যে, যদি আমাদের চিকিৎসকরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে কী অসাধ্য সাধন করা সম্ভব! সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই ৫ দিনে আরও ৩৯০টি বড় অস্ত্রোপচার করা হয়েছে, যা এই বিশেষ উদ্যোগের বাইরে।”

এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং কর্মীদের এই অনন্য সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি এও আহ্বান করেছেন যে, অপেক্ষমাণ রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য যাতে দেশের সমস্ত হাসপাতাল এই মডেল অনুসরণ করে এবং ‘মিশন মোড’ উদ্যোগ গ্রহণ করে।

 

প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে প্রায় ২০০ মানুষের গল ব্লাডার স্টোনের মাইক্রোস্কপিক অপারেশন হয়। গত বৃহস্পতি এবং শুক্রবার ছিল সরকারি ছুটি আর সেই ছুটির দিনেই মালদহ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, বর্ধমান , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং-সহ একাধিক জেলা থেকে গলব্লাডার স্টোনের রোগীরা এসেছিলেন এসএসকেএম হাসপাতালে।

এসএসকেএমে হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. অভিমন্যু বসু, অধ্যাপক ডা. দীপ্তেন্দ্র সরকার-সহ শল্যচিকিৎসা বিভাগের সমস্ত চিকিৎসকরা সবাই একসঙ্গেই এই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে আসেন।

এই কর্মযজ্ঞে এমনভাবে রস্টার সাজানো হয়েছিল, যেন এই নয়া রেকর্ডের ভাগীদার হতে পারেন সকলে। প্রত্যেকেই একাধিক অস্ত্রোপচার করেছেন বিগত পাঁচদিনে।

 

আজকের খবর