বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলেই পরিচিত এই নায়ক। কেন তাঁকে বলিউডের গ্রিক গড বলা হয় তা ফাইটারের ঝলকে বুঝিয়ে দিয়েছেন হৃতিক রোশন! পঞ্চাশের গণ্ডি পার করা নায়কের উন্মুক্ত শরীর দেখে হইহই কাণ্ড নেটপাড়ায়। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর আগুন কেমিস্ট্রি দেখে উত্তেজিত ভক্তরা।
সদ্য ৫১-এ পা দিয়েছেন হৃতিক। ফিটনেসের সঙ্গে কখনও আপস করেন না অভিনেতা। তাঁর অ্যাবস থেকে আজও ঘুম উড়ে যায় সদ্য ১৮-য় পা দেওয়া তরুণীর।
৫১ বছরেও এমন সুদর্শন চেহারা ধরে রাখা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। তবে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে! হৃতিকের এই সুদর্শন চেহারার পিছনের সিক্রেটটা কী? অবশেষে সেই রহস্যের উপর থেকে পর্দা উঠল। তাঁর ওয়ার্কআউট রুটিন থেকে ডায়েট—ফাঁস করলেন তাঁর ট্রেনার ক্রিক গেথিন।
ফাইটারের জন্য এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন হৃতিক। ছবির চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। মাত্র পাঁচ সপ্তাহ সময় নিয়ে ফাইটার-এর প্রস্তুতি সেরেছিলেন নায়ক। এত কম সময় শরীরে আমূল পরিবর্তন কী ভাবে আনলেন হৃতিক? কমিয়ে নিলেন পেটের বাড়তি মেদ?
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস জানান হৃতিকের কার্ডিও রুটিন দিনে একবার থেকে দু-বার ফলো করেন। যা তাঁর ফিটনেসের অবিচ্ছেদ্য অঙ্গ। কী থাকে সেই কার্ডিও রুটিনে? দৌড়, উপবৃত্তাকার প্রশিক্ষণ, সাঁতার। এরপর স্টেয়ার মাস্টার রোয়ারে (StairMaster Rower)-এ ওয়ার্কআউট করেন হৃতিক।
ফিটনেস ধরে রাখতে নিয়মিত বক্সিং, কেটলবেল্ট ওয়ার্কআউট, ব্যাটেল রোপসের মতো ট্রেনিং করেন নায়ক। ঘুম নিয়ে বেজায় সচেতন হৃতিক। রাত ৯টার মধ্যে শুয়ে পড়েন যা বেশ কষ্টসাধ্য ভারতীয়দের জন্য, জানান ট্রেনার ক্রিস।
খাওয়া-দাওয়ার মামলাতেও কঠোর সাধনা চলে ধুম ২ অভিনেতার। দিনে ছয় থেকে সাত বার খান হৃতিক। প্রত্যেকবার নির্দিষ্ট একটি খাবারই খান তিনি। তালিকায় থাকে মুরগির মাংস, ডিমের সাদা অংশ, মাছ, হোয়ে প্রোটিন। তার সাথে কার্বোহাইড্রেটের জন্য ওটস, কিনোয়া (Quinoa), রাঙালু খেয়ে থাকেন হৃতিক।
তেল-ঝাল-মশলা ছাড়া খাবার খান হৃতিক, যা মূলত বিস্বাদ। স্বাস্থ্য ধরে রাখতে স্বাদহীন খাবারই ভরসা তাঁর। হৃতিকের ব্যক্তিগত শেফ শুভম বিশ্বকর্মা। নায়কের রান্নার দায়িত্ব তাঁর হাতেই থাকে। চিকেন ব্রেস্ট এবং ডিমের সাদা অংশ দিয়ে বার্গার তৈরি করেন শুভম।
পাঁউরুটির জায়গা নেয় ডিমের সাদা অংশটি, ভিতরে থাকে চিকেন। স্বাদহীন খাবারেও একটু টুইস্ট দিতে শুভমের নতুন নতুন আবিষ্কারই ভরসা হৃতিকের।
ওয়ার, ব্যাং ব্য়াং-এর মতো ছবির পর আবারও পরিচালক সিদ্ধার্থ আনন্দের নায়ক হৃতিক। ফাইটার-এ প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটিতে নায়ক।