বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এসেছ ফুটফুটে রাজকন্যে। বিয়ের সাড়ে আট মাসের মাথায় সক্কলকে চমকে দিয়ে গুড নিউজ শেয়ার করেছেন তারকা দম্পতি। শনিবার সকালেই শ্রীময়ীর মা হতে চলার জল্পনা মাথাচাড়া দিয়েছিল।
শনিবার সকালে অবশ্য় প্রেগন্যান্সির জল্পনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
কিন্তু সন্ধ্য়াতেই মেয়ের জন্ম দেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেই খবর নিশ্চিত করেন কাঞ্চন মল্লিক। জানান মেয়ের মিষ্টি নামও। কাঞ্চন-শ্রীময়ী তাঁদের রাজকন্যের নাম রেখেছে কৃষভি (Krishvi)। বাংলা ভাষায় এই নাম বেশ আন-কমন। সংস্কৃত থেকে উৎপত্তি এই নামের। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি।
কৃষভি শব্দের অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন তাঁরা। দুজনের বয়সের ফারাক বিস্তর। কাঞ্চনের চেয়ে ২৭ বছরের ছোট তাঁর তৃতীয় স্ত্রী। শ্রীময়ীর দুম করে মা হওয়ার খবর চমকে দিয়েছে অনেককেই। শুরু হয়েছে ফিসফিসানিও।
১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। আর ঠিক এক মাস পরেই, চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি আইনি কাগজে সই করে বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২রা মার্চ সাত পাক ঘোরেন। অর্থাৎ আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী।
মেয়ের বাবা হয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন।
তিনি বলেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।