শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
12 সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরসহ ভারত সরকার কর্তৃক সমস্ত ভারতীয় নাগরিকদের দেওয়া আধার কার্ডটি, ভারত সরকারের দ্বারা সরবরাহকৃত অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র।
সরকারি পরিষেবা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গ্রহণের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আধার কার্ডে সংশোধনের সময়সীমা ১৪ জুন, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
আধার কার্ডে তথ্য ভুল এড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা নতুন স্থানে চলে গেছেন বা নাম পরিবর্তন করেছেন তাদের জন্য আধার কার্ডে তথ্য সংশোধন করা অত্যন্ত জরুরি। তাই আমরা এখন দেখব কীভাবে অনলাইনে বিনামূল্যে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন।
অনলাইনে বিনামূল্যে আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের ধাপসমূহ:
আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে https://ssup.uidai.gov.in/ssup/ ওয়েবসাইটে যান।
আপনার আধার নম্বর লিখুন এবং আপনার মোবাইলে পাঠানো OTP প্রবেশ করুন।
“Update Address in Aadhar” বিকল্পে ক্লিক করুন।
সংশোধন করার জন্য ঠিকানাটি লিখুন।
প্রয়োজনীয় নথি যেমন ভোটার আইডি, পাসপোর্ট স্ক্যান করে আপলোড করুন।
পরিবর্তিত ঠিকানাটি জমা দেওয়ার আগে তা ভালভাবে যাচাই করুন।
আপনার অনুরোধ জমা দেওয়ার পর SRN নাম্বার পাবেন যার মাধ্যমে অনুরোধের অবস্থা জানতে পারবেন।
অফলাইনে আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের ধাপসমূহ:
যারা অফলাইনে সংশোধন করতে চান তারা নিকটস্থ আধার সেবা কেন্দ্রে গিয়ে তাদের অনুরোধ জমা দিতে পারেন।
প্রয়োজনীয় নথি ও সংশোধিত ঠিকানা সহ ফর্ম পূরণ করুন। বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে পরিচয় নিশ্চিত করুন। এই পরিষেবার জন্য ₹৫০ চার্জ দিতে হবে।
আপনার অনুরোধের অবস্থা জানতে UIDAI ওয়েবসাইটে যান এবং “STATUS PORTAL”-এ ক্লিক করে SRN/URN নম্বর লিখুন। ৩০ কর্মদিবসের মধ্যে সংশোধন সম্পন্ন হবে।
সংশোধিত আধার কার্ড ডাউনলোড:
UIDAI ওয়েবসাইটে গিয়ে “Download Aadhaar” অপশন নির্বাচন করুন এবং আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর লিখুন। মোবাইলে প্রাপ্ত OTP লিখুন এবং সংশোধিত আধার কার্ডটি PDF আকারে ডাউনলোড করুন।
পাসওয়ার্ড হিসেবে আপনার নামের প্রথম চারটি অক্ষর (ক্যাপিটাল লেটারে) এবং জন্মসাল লিখুন।