হিন্দু মুসলিম ভাই ভাই কথাই বলে। কিন্তু আজ তার প্রমাণ পাওয়া গেল হাসখালি থানার অন্তর্গত ময়ূরহাট এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলাম বিশ্বাসের হাত ধরে।
হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। ছোট থেকে বড় এই উৎসবের পানে চেয়ে থাকে গোটা এক বছর।
পুজো আসার আগেই থেকেই মানুষের জামা কাপড় কেনা বাজার করা নিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে। কিন্তু তার ভেতরেও কিছু দুস্থ মানুষ আছে যাদের এই উৎসব তো আছে কিন্তু উৎসবে বাজার করার সামর্থ্য বা একটা নতুন কাপড় কেনার সামর্থ্য থাকে না।
সেই কথা মাথায় রেখে আজ সকালে হাঁসখালি থানার অন্তগত ময়ূরহাট এক নম্বরের ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলাম বিশ্বাস এই দুঃস্থ মানুষদের সহযোগিতা করতে এগিয়ে আসতে দেখা যায়। আজ সকালে শরিফুল ইসলাম বিশ্বাস সাম্প্রদায়িক নির্বিশেষে অর্থাৎ হিন্দু দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এদিন মোট ১০০ জনের হাতে এই বস্ত্র তুলে দেন তিনি।
আরো জানান গত তিন বছর ধরে তিনি এই বস্ত্র বিতরণ করে আসছেন। সাধারণ মানুষ জানান তিনি একজন মুসলিম ঘরের ছেলে হয়েও হিন্দুদের দুর্গাপুজোর আগে সবার মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।