দিঘায় পর্যটকদের নিরাপত্তায় একগুচ্ছ ব্যবস্থা। সাংবাদিক সম্মেলন করে বিশেষ বার্তা জেলা পুলিশের। এদিন দিঘা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিলেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। দিঘায় পর্যটকদের নিরাপত্তায় সদা সতর্ক পুলিশ প্রশাসন থেকে নুলিয়া এমনকি উইনার্স টিমও।
সমুদ্রের ভরা জোয়ারে স্নানে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে গত মঙ্গলবার উদ্ধার করেছে দিঘা থানার কর্মরত নুলিয়ারা। এই ঘটনায় নুলিয়াদের কাজের প্রশংসা করেন পুলিশ আধিকারিক। বর্তমানে দিঘা পর্যটন কেন্দ্র আরও বেশি নিরাপদ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ দিঘা থানা খুবই সক্রিয় রয়েছে পর্যটকদের নিরাপত্তা দানে এমনই বার্তা দেন তিনি।
গত মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার বাইকারা এলাকার এক পর্যটক বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে দিঘার সি হক ঘোলা ঘাটের কাছে সমুদ্র স্নানে নামেন তিনিও। অমাবস্যার ভরা জোয়ারে দিঘার সমুদ্রে তখন প্রবল ঢেউয়ের তোড়। সেই ঢেউয়েই ভেসে যান ওই যুবক। সমুদ্র পাড়ে থাকা নুলিয়ারা তা দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন তাঁকে উদ্ধারে। ওই পর্যটককে উদ্ধার করে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
অমাবস্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণের দিঘার সমুদ্র এখন উত্তাল রয়েছে। তাই বর্তমানে নুলিয়ারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন সময়। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পর্যটকদের বাড়তি নিরাপত্তা প্রদান করে পুলিশ প্রশাসন। নুলিয়াদের অভূতপূর্ব সাফল্যে খুশি জেলা পুলিশ ।পর্যটকদের সমুদ্রের গভীরে যেতে নিষেধ করা হলেও নজর এড়িয়ে সমুদ্র স্নানে মেতে ওঠে অনেকেই।
এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এদিন ঘটনাটি নুলিয়াদের নজরে আসায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে এই মুহূর্তে পর্যটকদের সংখ্যা বিপুল। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য দিঘায় বাড়ানো হয়েছে পুলিশি নজদারি। যার ফলে অনেকটাই সুরক্ষিত বোধ করছেন পর্যটকেরাও।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য আগেই জানিয়েছেন, দিঘায় পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য সদা সতর্ক রয়েছে পুলিশ।
নুলিয়া, বিপর্যয় মোকাবিলা দল, মহিলা উইনার্স টিম-সহ পুলিশের আধিকারিকরা সতর্ক রয়েছেন। পুলিশ সুপারের কথায়, “পুলিশের সঙ্গে পর্যটকেরা সহযোগিতা করলে দিঘায় অঘটনের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সমুদ্র তলিয়ে যাওয়ার হাত থেকে ওই যুবককে উদ্ধারের পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সামনেই আসছে উৎসবের মরশুম দুর্গোৎসব। এই আনন্দ অনুষ্ঠানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন দীঘা সমুদ্র সৈকতে। এই সময় আরও বাড়তি নজরদারি চালানো হবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের তরফে।