শোভন গায়েন। কলকাতা সারাদিন।
২০১৪ সালে একটি নৃশংস পিটিয়ে খুনের ঘটনায় অবশেষে বিচারের মুখ দেখল পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ। ব্যারাকপুর আদালতের রায়ে তারক গুহ-সহ এই মামলার আরও চার অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালের দুর্গাপুজোর সময়। একটি মন্দিরের প্রণামী বাক্স থেকে ১০ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে।
এই অভিযোগের জের ধরেই তারক গুহ ও তার দলবল দুর্গা মণ্ডপে শম্ভুকে ঘিরে ফেলে। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। তখন তারক কাউন্সিলর না হলেও এলাকায় তার প্রভাব-প্রতিপত্তি ছিল অপরিসীম। খুনের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
বছর কয়েক পরে এই ঘটনায় ব্যারাকপুর আদালতে মামলা দায়ের হয়। আদালত বারবার তারক গুহকে হাজিরার নির্দেশ দেয়, কিন্তু তিনি নানা কৌশলে তা এড়িয়ে যান। অবশেষে গত সপ্তাহের শুক্রবার তাকে ফের তলব করা হলে তিনি আদালতে হাজির হন। সুযোগ বুঝে বিচারক তৎক্ষণাৎ তার গ্রেফতারির নির্দেশ দেন। গ্রেফতারির এক সপ্তাহের মধ্যেই আদালত বড় রায় ঘোষণা করে।

মঙ্গলবার বিচারক তারক গুহ-সহ নেপাল গুহ, জয়দেব মুখার্জি, শ্যামল দাস ও হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন। ২০১৪ সালের এই পিটিয়ে খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়।