শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
Ultraviolette Tesseract Electric Scooter: ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে আলট্রাভায়োলেট অটোমোটিভ সংস্থা, মডেলের নাম দেওয়া হয়েছে Tesseract। ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে এই বৈদ্যুতিন স্কুটার (Electric Scooter), এর বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকাতেই এই স্কুটার বুকিং করা যাবে বলে জানা গিয়েছে।
অনেক কম দামে ভাল রেঞ্জ দিতে চলেছে এই বৈদ্যুতিন স্কুটার, এমনটাই দাবি সংস্থার।
Ultraviolette Tesseract-এর রেঞ্জ কত
Ultraviolette Tesseract স্কুটারটি মূলত একটি নেক্সট জেনারেশন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে। এই ইভিতে যে মোটর ইনস্টল করা হয়েছে তা ২০.১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। বাজারে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে লঞ্চ করা হয়েছে আল্ট্রাভায়োলেটের এই বৈদ্যুতিন স্কুটার। ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক মিলবে এই স্কুটারে।
এই বৈদ্যুতিন স্কুটারে আপনি ৩.৫ কিলোওয়াট ব্যাটারি প্যাকের ক্ষেত্রে ১৬২ কিমি, ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের ক্ষেত্রে ২৬১ কিমি রেঞ্জ পাওয়া যাবে একবার সম্পূর্ণ চার্জ দিলে।
Ultraviolette Tesseract-এর ফিচার্স কী কী
আল্ট্রাভায়োলেটের এই বৈদ্যুতিন স্কুটারে রয়েছে ইন্টিগ্রেটেড রাডার, ড্যাশক্যাম, ওমনিসেন্স আয়না যা এই প্রথম কোনও ইভিতে পাওয়া যাবে। এই স্কুটারে এলইডি ডিআরএল সহ ডুয়াল প্রজেক্টর ল্যাম্পের সুবিধে পাওয়া যাবে। রিয়েল টাইম অ্যালার্ট, ৭ ইঞ্চির টাচস্ক্রিন, টিএফটি ডিসপ্লে, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন চেঞ্জ, ওভারটেকিং অ্যাসিস্ট, ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি ফিচার্সও পাওয়া যাবে এই বৈদ্যুতিন স্কুটারে।
কত দাম হতে চলেছে
Ultraviolette Tesseract স্কুটারের দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। যদিও এই দামে কেবলমাত্র প্রথম ১০ হাজার গ্রাহক কেনার সুযোগ পাবেন। এর পরে স্কুটারের দামে খানিক বৃদ্ধি লক্ষ করা যেতে পারে।

এই বৈদ্যুতিন স্কুটারের ফার্স্ট লুক, দাম, সবকিছু সহ এটি অত্যন্ত ভালমানের একটি বৈদ্যুতিন স্কুটার হতে চলেছে। ২০২৬ সালের শুরুর দিকে ডেলিভারি দেওয়া শুরু হতে পারে এই স্কুটারের।
টিভিএস জুপিটার সিএনজি বিশ্বের প্রথম সিএনজি স্কুটার হতে চলেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই স্কুটারে ১ কিমি রাস্তা যেতে ১ টাকারও কম খরচ হবে।
সিটের নিচের স্টোরেজে এই স্কুটারে রাখা হয়েছে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্ক। আর এই স্কুটারে ১ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৮৪ কিমি রাস্তা।