রঞ্জন দাস। কলকাতা সারাদিন।
রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে ট্যাব কেলেঙ্কারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যথেচ্ছ বিনিয়ম। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পাঠানো ট্যাবের টাকা জেলায় জেলায় লুঠের অভিযোগ। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।
রাজ্যের বিভিন্ন জেলায় থানায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ট্যাব কেলেঙ্কারি নিয়ে উঠেছে ভয়াবহ অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। সাগর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ৩১ পড়ুয়ার মোট তিন লক্ষ দশ হাজার টাকা ঢুকেছে বিহারের কিষাণগঞ্জের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অর্ধেকের বেশি টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, “পুলিশ প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আশা করি অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।”
এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত মৈপিঠ কোস্টাল থানার জয়কৃষ্ণ হাই স্কুলের ১৮ পড়ুয়ার টাকাও তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ। গোসাবার দ্বীপ অঞ্চলের একাধিক স্কুলের বেশ কিছু পড়ুয়ার ট্যাবের টাকাও গায়েব। একই অভিযোগ সোনারপুরেও।
সেখানেও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “একাধিক থানায় অভিযোগ হয়েছে। সাইবার অপরাধ দফতরের তরফে তদন্ত চলছে।”