পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৭ নম্বর অঞ্চলের বেনাচাপড়ার জঙ্গলে মঙ্গলবার সকালে একটি পূর্ণবয়স্ক হরিণের মৃতদেহ দেখতে পায় ওই জঙ্গলের ভিতরে যাওয়া গ্রামবাসীরা।
বিষয়টি তারা বন দফতর এর ধাদিকা রেঞ্জের আধিকারিদের জানান। খবর পেয়ে ধাদিকা রেঞ্জ এর বন দফতরের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মৃত হরিণ টি কে উদ্ধার করে নিয়ে যায়। ঠিক কি কারনে মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক হরিণটির তা ক্ষতিয়ে দেখার জন্য বনদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ।
ওই এলাকার জঙ্গলে থাকা হরিণ এর দল মাঠে থাকা ফসলের ক্ষতি করলে ও ওই এলাকার বাসিন্দারা হরিণ কে খুব ভালোবাসে। তাই পূর্ণ বয়স্ক ওই হরিণ এর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ি।
সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দারা বেনাচাপড়া এলাকার জঙ্গলে থাকা হরিণ গুলির যাতে কোন ক্ষতি না হয় সে দিকে নজর দেওয়ার জন্য বন দফতরের কাছে আবেদন জানান।