সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। তিলোত্তমা কলকাতার মুকুটের আরো এক নতুন পালক।
কলকাতার মুকুটে জুড়ে গেলো আরও এক আন্তর্জাতিক স্তরের শিরোপা।
অত্যন্ত দ্রুত যেভাবে কলকাতা শহরের চেহারা বদলে যাচ্ছে, যেভাবে কলকাতার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, তার নিরিখে জুটল নয়া আন্তর্জাতিক স্বীকৃতি।
সেভিলস ওয়ার্ল্ড রিসার্চ (Savills World Research ) সম্প্রতি গ্রোথ হাবস ইনডেক্স শীর্ষক একটি আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ করেছ। যেখানে অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন প্রথম সারির সকলের নাগরিকদের সম্পদের পরিমাণ বৃদ্ধি, নতুন শিল্প এবং বিনিয়োগের পরিবেশের পাশাপাশি বিনিয়োগ সম্ভাবনা কতখানি – এই ধরনের বেশ কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে তৈরি হয়েছে এই রিপোর্ট।
মূলত আগামী ২০৩৩ সালের মধ্যে বিশ্বের প্রথম সারির ২৩০ শহর কতখানি উন্নত হতে পারবে তার রূপরেখা তৈরি হয়েছে এই রিপোর্টে।
Savills World Research has released a report titled Growth Hubs Index, which rates a plethora of major cities offering a potent mix of rising wealth, expanding economies, and the potential for new development and business expansion.
Only five cities from India, namely Bengaluru, Delhi, Hyderabad, Mumbai, and Kolkata, were featured in the list.
ভারতবর্ষের মধ্যে এই তালিকায় জায়গা পেয়েছে মাত্র পাঁচটি শহর। যে তালিকায় রয়েছে বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বাই।
যে বিষয়গুলির নিরিখে বিশ্বের প্রথম সারির ২৩০ শহরের উন্নয়নের পরিসংখ্যান তৈরি করেছে আন্তর্জাতিক এর সংস্থা সেগুলি হল,
অর্থনৈতিক পরিস্থিতি – সংস্কৃত শহরে 2013 সালের মধ্যে সেই শহরের জিডিপি কোথায় পৌঁছবে তার রূপরেখা।
অর্থাৎ ২০২৩ সাল থেকে ২০৩৩ সাল এই ১০ বছরের মধ্যে সংশ্লিষ্ট শহরের জিডিপি গ্রোথ সবথেকে বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে।
নাগরিকদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি – সংশ্লিষ্ট শহরের বাসিন্দা বা নাগরিকদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি বা পার ক্যাপিটা জিডিপি উন্নয়ন একটি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে এই সমীক্ষায়।