সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন কলকাতা। ডেস্টিনেশন বাংলা।
চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বাংলায় এল বিপুল অঙ্কের বিনিয়োগ।
কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে চূড়ান্ত হয়েছে কলকাতায় আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত।
তার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবারে কলকাতায় বিপুল অংকের বিনিয়োগ নিয়ে উপস্থিত হলো মালদ্বীপের বিখ্যাত আন্তর্জাতিক হসপিটালিটি ব্র্যান্ড অ্যাটমোস্ফিয়ার কোর।
নিউ টাউনে দা ওজেন ম্যানসন (The Ozen Mansion Kolkata Newtown ) কলকাতা নামে তৈরি হচ্ছে তাদের নবতম ফাইভস্টার হোটেল প্রপার্টি।
তবে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা অথবা বাজার গরম করার জন্য সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া নয়, মালদ্বীপের এই আন্তর্জাতিক হোটেল সংস্থা কলকাতায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল তৈরির কাজ শুরু করে দিয়েছে।
দূর্গা পূজার মধ্যেই তাদের সংস্থার প্রি ওপেনিং স্টাফ বেশ কয়েকদিন কলকাতায় থেকে নির্মীয়মান ফাইভ স্টার হোটেলের কাজ তদারকি করেন।
204 Luxury Rooms, 12 Grand Luxury Rooms, 17 Luxury Suites and two signature Mansions (Presidential Suites) — each designed to provide a serene retreat with state-of-the-art amenities, and experiences certain to linger in your memory long after you’ve left.
ওজেন মেনশন হোটেলে রয়েছে 204 লাক্সারি রুম, ১২ গ্র্যান্ড লাক্সারি রুম, ১৭ লাক্সারি সুইট, দুই সিগনেচার ম্যানশনস বা প্রেসিডেন্সিয়াল সুইট।
এছাড়াও আন্তর্জাতিক মানের যে কোন ফাইভ স্টার হোটেলে যেমন সুযোগ-সুবিধে থাকে তার প্রত্যেকটি খাচ্ছে নিউটাউনের এই নবতম ফাইভ স্টার হোটেলে।
OZEN MANSION KOLKATA. Located in Kolkata’s New Town area, just a couple of minutes away from Eco Park and 10 minutes from International Airport, the grand hotel will be reminiscent of an impressive, stately residence with event venues that reflect a timeless elegance.