সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। তবে দুর্গাপূজা তো আর শুধুমাত্র বাঙালির নয়, দুর্গাপুজো এখন সর্বজনীন। দুর্গাপুজো এখন বিশ্বজনীন।
তাইতো ইউনেস্কো বাংলার দুর্গাপূজাকে স্বীকৃতি দিয়েছে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি শিরোপায়।
তাই একদিকে যেমন বাংলার দুর্গা পুজো দেখতে ছুটে আসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অথবা বাংলার দুর্গাপূজা দেখার টানে লন্ডন থেকে আত্মীয় পরিজনদের নিয়ে ছুটে আসেন, ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার – সেভাবেই পূজো ভাইবে গা ভাসাতে কলকাতায় নিজেদের দপ্তরেই এবারে পুজোর আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছেন EY GDS Kolkata কর্তৃপক্ষ।
কয় মাস আগেই সল্টলেক সেক্টর ফাইভ এর ( Godrej Waterside, Ring Rd, DP Block, Sector V, Bidhannagar, Kolkata, West Bengal) গোদরেজ ওয়াটার সাইডে নিজেদের কলকাতা অফিস খুলেছিল আন্তর্জাতিক স্তরে গ্লোবাল সার্ভিস এর জন্য বিখ্যাত ই-ওয়াই জিডিএস ( EY Global Delivery Services (GDS) ।
স্বাভাবিকভাবেই তার সঙ্গে সঙ্গে বাংলাতেও বহু কর্মসংস্থান হয়েছে। আর বাংলায় এসে অফিস খুলে বাংলার কর্মীদের সঙ্গে আত্মিক যোগাযোগ আরো বাড়ানোর তাগিদে এবারে প্রথমবারের দুর্গা পুজোতেই (Durga Puja Vibes in EY GDS Kolkata) অফিসে রীতিমতো উৎসবের আবহ তৈরি করেছেন EY GDS Kolkata কর্তৃপক্ষ।
কর্মীরাও সেই আবহে গা ভাসিয়ে মেয়েরা যেমন লাল পাড় সাদা শাড়ি বা রীতিমতো বাঙালি মেয়েরা যেমন ভাবে দুর্গাপুজোর ঠাকুর দেখতে যায় তেমন সাজগোজ করে অফিসে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়ার আয়োজনে যেমন মাতছে, আমার ছেলেরাও পাঞ্জাবি পাজামা পরে মেতে উঠেছে দুর্গোৎসবের আনন্দে।
আবার দুর্গাপূজায় বাঙালির চিরন্তন ঐতিহ্য মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অফিসের মধ্যেই মেতে উঠেছে কর্মীরা। যেখানে শুধু বাংলার বা শুধুমাত্র বাঙালিরাই নেই, রয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশের ছেলেমেয়েরাও।