সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন সামনে রেখে বিজেপি নেতারা বাংলার শিল্প ও কর্মসংস্থান নিয়ে একাধিক অভিযোগ তুলছেন। তাদের দাবি, বাংলায় শিল্পের অভাব, নতুন উদ্যোগের সুযোগ নেই, এবং এখানে কেউ শিল্প করতে আসে না। এমনকি বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে কতগুলো সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে?
এমন পরিস্থিতিতে, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে বাংলায় বেশ কিছু সংস্থা অন্য রাজ্যে চলে গিয়েছে। এই তথ্যটি বিজেপির আক্রমণকে আরো জোরালো করেছে।
এই পরিস্থিতির মধ্যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের তথ্য তুলে ধরতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল। পাল্টা আক্রমণে, শনিবার থেকে সংসদে এবং বাইরে তৃণমূল কংগ্রেস নতুন স্লোগান তৈরি করেছে- “বাংলা মানেই ব্যবসা”। তৃণমূল নেতৃত্বের মতে, “বিজেপি যত বেশি অপবাদ দেবে, তত বেশি বাংলার মানুষ তাদের শাস্তি দেবেন।”