মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটালের দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। মঙ্গলবার বন্যা কবলিত ঘাটাল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে ও ঘাটাল ব্লকের মনসুকা অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে বানভাসি দুর্গত মানুষদের হাতে ত্রাণ হিসাবে চাল, ডাল, আলু, চিড়া, বিস্কুট এর প্যাকেট, পানীয় জলের বোতল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
ঘাটালের বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ,ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, তৃণমূল যুব কংগ্রেসের নেতা অসিত পাল, আবির আগরওয়াল, সৌমেন ঘোষ, শেখ ইমরান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
ঘাটালের বন্যা কবলিত এলাকায় বানভাসি দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ বলেন এখনো ঘাটালের বিভিন্ন এলাকায় বন্যার জল রয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঘাটাল ব্লকের গ্রামীণ এলাকা গুলির বাসিন্দারা, পাশাপাশি ঘাটাল পৌরসভা এলাকার কয়েকটি ওয়ার্ডে এখনো বন্যার জল রয়েছে। তাই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ঘাটাল ব্লকের মনসুকা অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে এবং ঘাটাল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে বানভাসি দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিন এভাবেই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ঘাটাল মহকুমার বন্যা কবলিত এলাকায় গিয়ে বানভাসি মানুষদের হাতে খাদ্যসামগ্রী ও পানীয় জলের বোতল তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।