সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
অবশেষে বাগে এল বাঘিনী জিনাত।
ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে ঝাড়খন্ড হয়ে বাংলার জঙ্গলমহলের প্রত্যেকটি জেলা সফর করার পরে অবশেষে বাঁকুড়া দিতে ধরা পড়ল বাঘিনী জিনাত।
বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে বাঘিনি জিনাত কে খাঁচা বন্দি করেছে বনদপ্তর।
শনিবার সকাল পুরুলিয়া থেকে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনাত। এই খবর পাওয়ার পরই তৎপর হয় বনদফতর।
ঘুমপাড়ানি গুলি নিয়ে বাঘিনীকে কাবু করার চেষ্টা করে। কিন্তু কোনও কাজ হয়নি। শনিবার রাতের দিকেও জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে। কিন্তু কোনও লাভ হয়নি।
জঙ্গলেই লুকিয়ে ছিল জিনাত। তারপর গোটা জঙ্গল ঘিরে ফেলে আগুন লাগিয়ে বাঘিনী ধরার চেষ্টা করে বনদফতর। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। শেষপর্যন্ত রবিবার বিকালে বনদফতরের ঘুমপাড়ানির গুলিতে কাবু হয় জিনাত।