শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলায় ফের বিপুল বিনিয়োগ। ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (IPF) রাজ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, যা শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বিনিয়োগের মাধ্যমে রাজ্যে দুটি নতুন পলি পার্ক তৈরি করা হবে। পাশাপাশি, সাঁকরাইলে ইতিমধ্যেই যে পলি পার্ক বিদ্যমান রয়েছে, সেখানেও উন্নয়ন ও নতুন বিনিয়োগ করা হবে।
মূলত উলুবেড়িয়ায় প্রায় ৫০ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে একটি বিশাল জায়গায়ও বিনিয়োগ হবে বলে জানানো হয়েছে। জমি খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং ধাপে ধাপে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
এই বিনিয়োগের ফলে প্রায় ২,০০,০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে, যা রাজ্যের অর্থনীতিতে নতুন গতি আনবে। প্লাস্টিক শিল্পে এই বিনিয়োগ রাজ্যের শিল্পক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে মহিলাদের অগ্রগতিও প্রশংসার যোগ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানান, MSME মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্ট ২০২৩-২৪ অনুসারে, পশ্চিমবঙ্গ মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতে সারা দেশে প্রথম স্থানে রয়েছে।
দেশের মোট মহিলা পরিচালিত MSME ইউনিটের ২৩.৪২ শতাংশই বাংলায় অবস্থিত, যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।