ব্রেকিং
  • Home /
  • রাজনীতি /
  • Ritabrata Rajyasabha : “পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা হোক!” রাজ্যসভায় দাবি তুললেন TMC MP ঋতব্রত

Ritabrata Rajyasabha : “পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা হোক!” রাজ্যসভায় দাবি তুললেন TMC MP ঋতব্রত

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গ নয় বাংলা। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নাম বদলের উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের বদলে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব সর্ব সম্মতভাবে পাস হয়েছে। কেন্দ্রের অনুমোদন দিলেই বদলে যাবে রাজ্যের নাম। কিন্ত....

Ritabrata Rajyasabha : “পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা হোক!” রাজ্যসভায় দাবি তুললেন TMC MP ঋতব্রত

  • Home /
  • রাজনীতি /
  • Ritabrata Rajyasabha : “পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা হোক!” রাজ্যসভায় দাবি তুললেন TMC MP ঋতব্রত

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গ নয় বাংলা। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নাম বদলের উদ্যোগ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

পশ্চিমবঙ্গ নয় বাংলা। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নাম বদলের উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের বদলে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব সর্ব সম্মতভাবে পাস হয়েছে। কেন্দ্রের অনুমোদন দিলেই বদলে যাবে রাজ্যের নাম। কিন্ত দীর্ঘদিন ধরেই দিল্লিতে ঠান্ডা ঘরে আটকে আছে পশ্চিমবঙ্গের নাম বদলের এই ফাইলটি। এবার বিষয়টি নিয়ে রাজ্য সভায় সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সংসদের জিরো আওয়ারে বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব বিল পাস হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও বিষয়টি অনুমোদন দেয়নি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের দিকটি বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের উচিৎ দ্রুত বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া।

রাজ্যসভায় মঙ্গলবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার দাবি জানানো হয়েছে, যুক্তি হিসেবে বলা হয়েছে যে নতুন নামটি রাজ্যের ইতিহাস ও সংস্কৃতিকে আরও ভালোভাবে তুলে ধরবে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে বলেন, “পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য বিধানসভায় ২০ ১৮ সালেই সর্বসম্মত প্রস্তাব পাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের রাজ্যের নাম পরিবর্তন শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলার ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির দিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ কেন্দ্রের।”

 

পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা নামটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত, এবং এটি আমাদের ভাষা ও ইতিহাসের অনুসারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এর আগে একাধিকবার। তিনি উল্লেখ করেছেন বাংলা নামকরণটি রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, পাশাপাশি বাংলার মানুষের ইচ্ছেকেও সম্মান জানানো হবে। ১৯৪৭ সালে স্বাধীনতা এববং দেশভাগের পরে ভারতীয় অংশের নাম ছিল পশ্চিমবঙ্গ, এবং পূর্ব অংশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। এখনও কোন পূর্ব পাকিস্তান নেই। ফলে পশ্চিমবঙ্গ নাম থাকার কোনও কারণ নেই, এই ঐতিহাসিক পরিবর্তনের আলোকে রাজ্যের নাম পরিবর্তন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।”

প্রসঙ্গত, সর্বশেষ রাজ্য নামের পরিবর্তন ২০১১ সালে হয়েছিল, যখন ওড়িশা থেকে ওডিশা হয়। এর পাশাপাশি বেশ কয়েকটি শহরের নাম পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৯৯৫ সালে বোম্বে থেকে মুম্বাই, ১৯৯৬ সালে মাদ্রাজ থেকে চেন্নাই, ২০০১ সালে কলকাতা থেকে কলকাতা এবং ২০১৪ সালে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু উল্লেখযোগ্য। 

আজকের খবর