সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
এগিয়ে বাংলা। বাংলায় একদিকে যখন বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগের সংখ্যা, সেই সময় গোটা দেশের মধ্যে কর্মসংস্থানের নিরিখে সেরার শিরোপা জিতে নিল কলকাতা।
গত সেপ্টেম্বর মাসে গোটা দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দ্বিতীয় সেরা বিনিয়োগ গন্তব্য হিসেবে জায়গা করে নিয়েছে তিলোত্তমা কলকাতা।
করোনা পরবর্তী সময়ে যেখানে গোটা বিশ্ব জুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই এর সংখ্যা বেড়েছে বহু গুণ, সেই সময় দাঁড়িয়ে খুব একটা পিছিয়ে নেই ভারতের সামগ্রিক কর্মসংস্থানের ছবিটাও।
কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে শুরু করেছে কলকাতা জয়পুরের মত শহরগুলি।
অথচ আশ্চর্যজনক ভাবে পিছিয়ে পড়েছে এতদিন ধরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম তালিকায় থাকা হায়দ্রাবাদ বেঙ্গালুরু অথবা নয়ডার মতো শহরগুলি।
সাম্প্রতিক সময় নোকরি জবস্পিক ইনডেক্স (
Naukri JobSpeak Index ) তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের যে সমীক্ষা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার গ্রোথ হিসেবে গোটা দেশের মধ্যে দ্বিতীয় সেরার তালিকায় রয়েছে কলকাতা।
গোটা দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের নিরিখে রাজস্থানের জয়পুর ে কর্মসংস্থানের হার যেখানে পৌঁছে গিয়েছে ৪৭ শতাংশ, তার ঠিক পরেই রয়েছে কলকাতা। কলকাতায় গত সেপ্টেম্বর মাসে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের পরিসংখ্যান ৩২ শতাংশ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩১ শতাংশ। আবার অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ১৬ বছরের বেশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনালদের নিয়োগের পরিসংখ্যান অস্বাভাবিক হারে বেড়ে হয়েছে প্রায় 35 শতাংশ। তবে এর পিছনে শুধুমাত্র দেশীয় তথ্যপ্রযুক্তির সংস্থাগুলি নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কিছু তথ্যপ্রযুক্তির সংস্থা কলকাতায় নিজেদের দপ্তর খুলে সেখানে কর্মী নিয়োগ শুরু করা মাত্র এই সংখ্যাটা বেড়েছে বিপুল হারে।
Unicorns and foreign MNCs were key drivers of this growth, with 16% and 14% YoY increases, respectively.
পাশাপাশি নতুন চাকরির ক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের সংখ্যা। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কর্মসংস্থানের নিরিখে ভারতবর্ষের মধ্যে সেরা হিসেবে উঠে এসেছে কলকাতা এবং বেঙ্গালুরু। যেখানে ব্যাঙ্গালুরু কেউ পাঁচ গোল দিয়ে এক নম্বরে রয়েছে কলকাতা।
কলকাতায় যেখানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারে নিয়োগের নিরিখে পরিসংখ্যান ১৮ শতাংশ সেখানে ব্যাঙ্গালোরের পরিসংখ্যান দাঁড়িয়ে রয়েছে ১৬% এ।
তবে বাংলার মধ্যে শুধুমাত্র কলকাতা নয় কলকাতায় যেখানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১৬% কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে শিলিগুড়িতে ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা চার শতাংশ।
Global Capability Centres (GCCs) recorded a 12% YoY growth in hiring. GCCs of management consulting firms led this growth with a 50% YoY increase, followed by the heavy machinery sector at 40%.
Regionally, Kolkata and Bengaluru were hotspots for GCC hiring, with 18% and 16% YoY growth.